টি২০ বিশ্বকাপে বাদ শুভমন, চমক ঈশানের প্রত্যাবর্তন, ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক আগরকর

0

টি২০ বিশ্বকাপে ভারতের দলে যে তিনি বাদ পড়বেন, অনেকেই ধারণা করেননি। কিন্তু তাই হয়েছে। ১৫ জনের স্কোয়াডে সরাসরি বাদ পড়লেন টেস্ট ও ওডিআই দলের অধিনায়ক ও টি২০ দলের সহ অধিনায়ক শুভমন গিল। তিনি বাদ পড়া যেমন চমক, তেমন দীর্ঘদিন পর সরাসরি বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে যাওয়া ঈশান কিষানেরও দলে ঢুকে যাওয়া বড় চমক।  ঘরোয়া টি২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সর্বোচ্চ ৫১৭ রান করে নির্বাচকদের নজর কাড়তে পেরেছেন ঈশান।বাকি দল অবশ্য প্রত্যাশিতই। শুভমন গিলের অনুপস্থিতিতে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলকে।


বেশ কিছুদিন ধরে টি২০তে ব্যাটে রানের খরা দেখা যাচ্ছিল শুভমন গিলের।শেষ ১৫ টি২০তে ২৪.২৫ গড়ে তাঁর রান মাত্র ২৯১ রান। রানখরা অবশ্য চলছিল অধিনায়ক সূর্যকুমার যাদবেরও। শেষ ২২ ইনিংসে তাঁর রান মোটে ২৪৪। তবু সূর্যের ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা, বাদ দিয়েছেন শুভমনকে। ভারতীয় দলের নির্বাচক প্রধান অজিত আগরকর বলেন, ‘ব্যক্তিগত দক্ষতার থেকে দলের ভারসাম্যের দিকে নজর রেখে দল করা হয়েছে। আমাদের লক্ষ্য ছিল এমন উইকেটকিপার নেওয়া, যে টপ অর্ডারে খেলতে পারবে।সেই কারণেই সঞ্জু স্যামসন ও ঈশান কিষান থাকছে। দুর্ভাগ্যবশত ভালো মানের ক্রিকেটার হওয়া সত্ত্বেও বাদ পড়েছে শুভমন।’ তিনি আরো বলেন, ‘ও হয়তো সম্প্রতি রান পায়নি। শুভমনের মান নিয়ে কোনও সন্দেহ নেই। এটা ঠিক যে, একেক সময় খেলোয়াড় বেছে নেওয়া কঠিন হয়ে পড়ে। তবে ফর্মে ওঠানামা থাকে।তবে কোন কম্বিনেশনে খেলব সেটা গুরুত্বপূর্ণ।’


নির্বাচকেরা দলে রেখেছেন ‘ফিনিশার’ রিঙ্কু সিংকে। আগরকর বলেন, ‘রিঙ্কু সিংকে আমাদের দরকার ছিল, ওয়াশিংটন সুন্দরও রয়েছে। একাধিক কম্বিনেশন যাতে বেছে নেওয়া যায় সেই জন্যই এই দল বেছে নেওয়া হয়েছে।’

একনজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপে ভারতীয় দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর ও ঈশান কিশান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *