সুস্মিতার কাছে বাংলা শিখছেন শরমন জোশী, ‘ও খুব বাধ্য ছাত্র’, বললেন অভিনেত্রী
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
প্রথম বাংলা ছবি শরমন জোশীর। নাম ‘ভালবাসার মরশুম’। তার জন্যেই কলকাতায় আসা। এখন যদিও শুরু হয়নি ছবির শুটিং। আডিশনকে জানিয়েছিলেন, তিনি আগেভাগেই শুরু করে দিয়েছেন প্রস্তুতি। ছবির দুই অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় এবং তানজিন তিশার কাছে বাংলার প্রশিক্ষণ নিচ্ছেন অভিনেতা। বাস্তবে ছাত্র হিসেবে কেমন পর্দার ‘রাজু রাস্তোগি’? বললেন সুস্মিতা।
ছবির মহরতের দিন কলকাতায় হাজির হলেন শরমন। সেখানেই আডিশনকে অভিনেতা জানান, বাংলা শেখা শুরু করে দিয়েছেন তিনি। কিন্তু এই শেখানোর নেপথ্যে কে? প্রশ্ন রেখেছিলাম আমরা। শরমন বলেন, “আমাকে বাংলা শেখাচ্ছেন হিরোইন।” তিনি আরও যোগ করেন, “পরিচালক বলেছিলেন বাংলা শেখাবেন। আমি বলেছিলাম, না। হিরোইনের কাছ থেকেই শিখব। আমাকে আমার দুই নায়িকাই বাংলা শেখাচ্ছেন।”
পর্দায় ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ‘রাজু’কে তো দেখেছেন সকলেই। বাস্তবের বাংলার ছাত্র শরমনকে কত নম্বর দিচ্ছেন নায়িকা সুস্মিতা?
কতদূর এগিয়েছে ক্লাস? আডিশনকে সুস্মিতা বললেন, “দৌড়ে দৌড়ে এগোচ্ছে বাংলা শেখানো। খুব দ্রুত শিখছেন। আমিও চেষ্টা করছি শেখানোর। দেখা যাক। আশা করি দারুণ হবে।” ছাত্র হিসেবে কেমন অভিনেতা? নায়িকা বলেন, “খুব ভালো। খুব বাধ্য ছাত্র। মাটির কাছাকাছি থাকা একজন মানুষ।”
টলিপাড়ায় নতুন জুটিকে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক। বলিউড অভিনেতা শরমন জোশী এবং বাংলার সুস্মিতা চট্টোপাধ্যায়ের আসন্ন ছবি ‘ভালবাসার মরশুম’ ঘিরে অনুরাগীদের প্রত্যাশা তুঙ্গে। দুই তারকাকে নিয়ে আদ্যোপান্ত প্রেমের গল্প বুনেছেন পরিচালক এম এন রাজ। এই ছবির হাত ধরেই প্রথমবার বাংলা ছবিতে অভিষেক ঘটতে চলেছে বলি তারকার।