টেলিপাড়ায় ‘ঐতিহাসিক দিন’! চায়ের আড্ডায় মিটল বিবাদ, স্বরূপ বলেন, ‘আর কাজ বন্ধ হবে না’
এন্টারটেইনমেন্ট ডেস্ক: পরিবারে বিবাদ তো থাকেই। কিন্তু তা মিটিয়ে নিয়ে আবারও একাত্মবোধের ছন্দে ফিরে আসাতেই বিশ্বাসী ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। খুব বেশিদিন আগের কথা নয়, ফেডারেশন এবং ছোট পর্দার প্রযোজকদের দ্বন্দ্ব নিয়েও সরগরম ছিল ইন্ডাস্ট্রি। তবে গত মাসেই একটি বৈঠকের পর শান্তিপূর্ণ মীমাংসার বার্তা দিয়েছিলেন স্বরূপ। এ বারেও প্রযোজকদের সঙ্গে চায়ের চুমুকে এক ঘরোয়া আড্ডা। সবশেষে সাংবাদিকদের সামনে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ‘আগামী দিনে যত বড় সমস্যাই আসুক, কাজ বন্ধ হবে না।’
এ দিনের বৈঠকে উপস্থিত প্রযোজক নীলাঞ্জনা শর্মা, নিসপাল রানে, রাহুল মোহতা, সানি ঘোষ রায়-সহ জি বাংলা, স্টার জলসা, সান বাংলার কর্মকর্তারা।
শুটিং বন্ধ হলে যে ইন্ডাস্ট্রিরই ক্ষতি তা বুঝতে পেরেই নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। এই দিনেই একসঙ্গে পথচলার অঙ্গীকার রাখলেন তিন পক্ষ। ফেডারেশন, চ্যানেল ও প্রযোজকের মতে, কাজ বন্ধ রাখা মানে ইন্ডাস্ট্রির ক্ষতি। তাই যাই হয়ে যাক, সকলে এক হয়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে। পাশাপাশি, এই সাংবাদিক সম্মেলনে আরও কিছু সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতেও রয়েছে তাঁদের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত:
১) শুটিং একেবারেই বন্ধ করা যাবে না! যদি তা চলাকালীন কোনও সমস্যা দেখা দেয়, তবে তার সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে।
২)স্বাস্থ্যের উপরে বিশেষ নজর দিলেন নির্মাতারা। এর আগেও স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে সরব হয়েছিল ফেডারেশন। তবে এ বার কলাকুশলী এবং স্টাফেদের জন্য ক্যান্টিনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিল ফেডারেশন। স্টুডিওতে মহিলাদের শৌচাগার বানানোর কথাও জানালেন সদস্যরা।
৩) বেতন বৃদ্ধি নিয়ে একাধিক বার সরব হয়েছেন টেকনিশিয়ানরা। এই বৈঠকে সেটিরও সমাধান হল। সাংবাদিক সম্মেলনে জানা গেল, প্রায় ৩০ শতাংশ বেতন বেড়েছে টেকনিশিয়ানদের।
৪) ত্রিপাক্ষিক কমিটি গঠনেরও কথা জানানো হয় এই আলোচনায়। যেই কমিটিতে থাকবেন প্রযোজক, চ্যানেল এবং ফেডারেশনের প্রতিনিধি। ‘স্টার জলসা’, ‘জি বাংলা’ এবং ‘সান বাংলা’ চ্যানেল থেকে মোট ছয় জন সদস্য থাকবেন। পাশাপাশি, প্রযোজকদের পক্ষ থেকে কমিটিতে থাকবেন তিন সদস্য। অন্য দিকে ফেডারেশনের পক্ষ থেকেও থাকবেন তিন সদস্য।
এখানেই শেষ নয়! মিটিংয়ে ফেডারেশন জানায়, কমিটির মধ্যে সমন্বয় বজায় রাখার জন্য থাকবেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এবং ‘সুরিন্দর ফিল্মস্’ প্রযোজনা সংস্থার কর্ণধার নিসপাল সিং রানে।
সকলেই আশাবাদী। প্রত্যেকেই মনে করছেন যে ইন্ডাস্ট্রি হয় তো আর অচলাবস্থার সম্মুখীন হবে না। এখন বাস্তবের চিত্রটা কেমন হবে, তা তো সময়ই বলবে।