‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর শুটে বিপত্তি, কর্নিয়ায় আঘাত পেয়ে হাসপাতালেই চিকিৎসা স্বস্তিকার
এন্টারটেইনমেন্ট ডেস্ক: জুন মাসে নতুন ছবির কাজ শুরু করেছিলেন স্বস্তিকা দত্ত। উইন্ডোজ প্রোডাকশন হাউজের ব্যানারে, অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শ্যুটিংয়ে পাহাড়ে গিয়েছিলেন অভিনেত্রী। বর্ষার মধ্যে লাভার আউটডোর অংশ সেরে সম্প্রতি শহরে ইনডোর শ্যুটিং শুরু হয়। তবে জুলাইয়ের ৩ তারিখ, শ্যুটিং চলাকালীন হঠাৎই ঘটে একটি দুর্ঘটনা।
শুটিংয়ের মাঝেই হঠাৎ চোখে অসহ্য যন্ত্রণা অনুভব করেন স্বস্তিকা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যায় প্রোডাকশন টিম। চিকিৎসকরা জানান, তাঁর কর্নিয়ায় গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসা চলছে, তবে এখনই সম্পূর্ণ বিশ্রাম ছাড়া উপায় নেই।নিজের ফেসবুক পোস্টে স্বস্তিকা লেখেন, “সব কিছু একটা কারণেই ঘটে, কিন্তু এই যন্ত্রণা কেন তা বুঝতে পারছি না। আমি কর্নিয়া ড্যামেজের মতো সমস্যার সঙ্গে লড়ছি। কী ভাবে, কখন, কেন—তা আমার জানা নেই।”

এই ছবির মাধ্যমেই ‘ফাটাফাটি’র পর ফের অরিত্রর পরিচালনায় বড় পর্দায় ফিরছিলেন স্বস্তিকা। ফলে এই কাজ নিয়ে তাঁর মধ্যে আলাদা প্রস্তুতি ও আশা ছিল। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন মিমি চক্রবর্তী, বনি সেনগুপ্ত, সোহম মজুমদার, অনামিকা সাহা, কান্চন মল্লিক, মানসী সিনহা, শ্রুতি দাস, রজত গঙ্গোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, উজান চট্টোপাধ্যায় এবং বিমল গিরি। এই পরিস্থিতিতে চোখের চিকিৎসার কারণে কিছু ব্র্যান্ড শুট বাতিল করতে হয়েছে স্বস্তিকাকে। তিনি অনুতপ্ত এবং সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নিয়েছেন অভিনেত্রী । সহ-অভিনেতারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন সকলকে।
পরিচালক, প্রযোজক এবং ডাক্তারদের সঙ্গে নিয়মিত পরামর্শ করে নতুন করে শ্যুটিং সূচি তৈরি করা হচ্ছে। চিকিৎসার ফাঁকে যতটা সম্ভব শ্যুটিংয়ে যুক্ত থাকার চেষ্টা করছেন স্বস্তিকা নিজেও। এই ছবির প্রতি তাঁর আলাদা টান আছে বলেই নিজের পোস্টে স্পষ্ট ভাষায় প্রতিশ্রুতি দেন—“এই ছবিটা আমার কাছে খুব স্পেশাল। আর আমি এটাকে স্পেশাল বানিয়েই ছাড়ব, যেভাবেই হোক।”