‘আই লাভ ইউ সেন বাবু…’ সমাজমাধ্যমে কার উদ্দেশে প্রেম নিবেদন করলেন স্বস্তিকা!

0


৪০ ঊর্ধ্ব স্বস্তিকা মুখোপাধ্যায়- এর প্রেমে পড়া নিয়ে, প্রেমিকের সংখ্যা নিয়ে টলিপাড়ায় জল্পনার শেষ নেই। সুযোগ পেলেই প্রেম নিয়ে নিন্দকরা নিশানা করতেও ছাড়েন না। তবে সবটাই বেশ উপভোগই করেন সন্তু কন্যা। এ বার সমাজমধ্যমে নতুন করে প্রেম নিবেদন করলেন স্বস্তিকা। একেন ফ্র্যাঞ্চাইজির সাম্প্রতিক ছবি ‘দ্য একেন – বেনারসে বিভীষিকা’ দেখে তিনি নতুন করে প্রেমে পড়েছেন একেন ওরফে অনির্বাণ চক্রবর্তীর। সেই ঘোষণা স্বয়ং করেছেন অভিনেত্রী নিজেই।

প্রায় ২৫ বছর ধরে টলিপাড়ায় কাজ করছেন অভিনেত্রী। যেমন সুন্দরী , সাহসী, তেমনই ঠোঁটকাটা। গত শনিবার তিনি বেনারসে বিভীষিকার পোস্টার এর সামনে দাঁড়িয়ে ছবি সহ সমাজমাধ্যমে লেখেন ‘ক্রাশ খাইয়া নিজেই ক্রাশড হইয়া গেলাম, … আই লাভ ইউ সেন বাবু’। আদতে এই সেন বাবু অন্য কেউ নন, ইনি হলেন একেন বাবু, অর্থাৎ একেন্দ্র সেন। অনির্বাণ চক্রবর্তী ওরফে দর্শকদের প্রিয় একেন বাবু । পুলিশ-গোয়েন্দার মজার চরিত্রে বিগত বেশ কয়েক বছর ধরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। বিশেষত কচিকাঁচাদের মনে। অভিনেত্রী আরও লেখেন ‘আমি তো এমনিও ফ্যান অমনিও ফ্যান’, ক্রাশবাবু স্যার আপনি ম্যাগনিফিসেন্ট। ‘

https://www.facebook.com/share/p/1FdLBTZzph/



এর আগেও এক সাক্ষাৎকারে অনির্বাণকে নিয়ে ‘ক্রাশ’ খাওয়ার কথা অকপটে বলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ‘স্বস্তিকার উপর ক্রাশ আছে’, এক সাক্ষাৎকারে বলেছিলেন অনির্বাণ। আর তা স্বস্তিকারকানে পৌঁছতেই অভিনেত্রীর জবাব ছিল, ‘আমারও অনির্বাণের উপর ভীষণ ক্রাশ আছে। বলে দেবেন প্লিজ।’



এদিন সমাজমাধ্যমে পোস্টের শেষে ডিওপি ও পরিচালকের প্রশংসা করে অভিনেত্রী আরও লেখেন, ‘টুবান দা ফাটিয়ে শুট করেছ, জয়দীপ দা পরেরবার আমাকে একটা চান্স দিও , কথা দিচ্ছি মন দিয়ে অভিনয় করব। মরে গেছি হাসতে হাসতে ‘ । প্রশংসা করেছেন চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্তেরও। অবশ্য এর পাশাপাশি এটাই যে বেস্ট একেন সেটাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিনেত্রী। আসলে পর্দায় অনির্বাণের অভিনয় দেখেই যে ভালবাসা জাহির করেছেন, সেটা স্পষ্ট স্বস্তিকার লেখাতেই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *