‘ছাগলদের আর উত্তর নয়’, নবমীতে বড় প্রতিজ্ঞা স্বস্তিকা মুখোপাধ্যায়ের
এন্টারটেইনমেন্ট ডেস্ক: শারদ উৎসবের আনন্দ যখন মণ্ডপে মণ্ডপে, তখনই এক অন্য প্রতিজ্ঞা নিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। স্পষ্ট কথা বলতে যিনি দু’বার ভাবেন না, সমাজমাধ্যমে সমালোচকদের পাল্টা দিতে যাঁর হাত নিশপিশ করে, এ বার সেই অভিনেত্রীই নিলেন এক নতুন সংকল্প। বুঝলেন, ‘নেতিবাচকতার মহামারী’কে প্রশ্রয় দেওয়া আর নয়। নবমীর দিনেই তাঁর এই সিদ্ধান্ত যেন উৎসবের ভিড়ে এক ভিন্ন বার্তা দিল।

পরনে শাড়ি, মাথায় টানা ঘোমটা, কপালে বড় টিপ, এমন এক স্নিগ্ধ ছবি ভাগ করে নিলেন স্বস্তিকা। তার সঙ্গে জুড়ে দিলেন এক দারুণ রসিকতা মেশানো অথচ গভীর ঘোষণা। জানালেন, এই পুজোয় নিজেকে একটা বড় প্রতিজ্ঞা করেছেন। লিখেছেন, ‘শুভ নবমী। এই পুজোতে নিজেকে একটা প্রতিজ্ঞা করেছি। ছাগলদের মন্তব্যে আর উত্তর দেব না।’
অভিনেত্রীর অকপট স্বীকারোক্তি, চোখে পড়লে উত্তর দেওয়ার ইচ্ছে হয়, মনে হয় উচিত জবাব দেওয়া দরকার। কিন্তু তখনি ভাবলেন, এদের আর ‘এতটা মূল্য’ দেওয়া ঠিক হচ্ছে না। ট্রোলিং এখন আর শুধু টিপ্পনি নয়, বরং একটা ‘মহামারীর’ রূপ নিয়েছে বলে মনে করেন স্বস্তিকা। প্রতিনিয়ত জীবনে নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে তো সবাইকেই যেতে হয়, সেখানে বাড়তি নেতিবাচকতা ডেকে আনা অর্থহীন।
তা হলে উপায় কী? কী ভাবে সামলানো যাবে এই ‘ছাগল-মহামারী’কে? অভিনেত্রী জানালেন, ব্লক করাই সবচেয়ে সহজ রাস্তা। পোস্টে স্পষ্ট করে লিখলেন, ‘ব্লক করার নতুন করে অর্থ খুঁজে পেয়েছি।’
আসলে, শুধু তারকাদের নয়, সমাজের বহু মহিলারাই নিয়মিত ‘বডিশেমিং’-এর শিকার হন। এই যন্ত্রণা স্বস্তিকাও বারবার অনুভব করেছেন। তাই নবমীর পোস্টে তিনি সেই সব মহিলাদের জন্য রাখলেন অফুরন্ত ভালবাসা। ভালবাসার শক্তিই যে শেষ কথা, সেই জয়গান গেয়েই জানালেন, যাঁরা ভালবাসেন, তাঁদের সঙ্গেই বাঁচা ভাল। সেই ভালবাসার প্রতিদান দিতেই তাঁর এই ‘ব্লক’ করার অস্ত্রধারণ।