জিন্স-টিশার্ট পরে মহাকাল মন্দির দর্শন! ‘মা উপর থেকে এসে দু’ ঘা দিত’, শেষ মুহূর্তে কী করলেন স্বস্তিকা?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: পরনে ঘন নীল রঙের শাড়ি। তার সঙ্গেই মিলিয়ে নীল রঙা টিপ। চোখে সামান্য কাজলের সঙ্গে নাকছাবি আর কানের দুল। ব্যস, স্বল্প সাজেই বেশ মানিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। কিন্তু এই সাজের নেপথ্যের কাহিনি কিন্তু বেশ মজার। সম্প্রতি ইনদওরে গিয়েছেন তিনি। সেখান থেকেই উজ্জয়িনীর মহাকাল মন্দিরে যাওয়ার ইচ্ছে হল অভিনেত্রীর। কিন্তু তিনি সেখানে গিয়েছেন মাত্র কয়েকদিনের শুটিংয়ের কাজে। এথনিক পোশাক কই?
বেশ চিন্তায় পড়লেও শেষ মুহূর্তে সমাধান খুঁজে পেয়েছিলেন ঠিকই। শাড়ির ব্যবস্থা হয়ে গিয়েছিল সৌভাগ্যবশত। স্বস্তিকা তাঁর পোস্টে জানান, ‘ইনদওরে এসেছি একটি মরাঠি ছবির কাজে। এখন উজ্জয়িনী যাব, মহাকাল মন্দিরে, জ্যোতির্লিঙ্গ দর্শন করতে আর মায়ের জন্য পুজো দিতে। এই মন্দিরের কথা আগে শুনেছিলাম কিন্তু মনে ছিল না। গাড়ির চালক দাদাকে জিজ্ঞেস করাতে বললেন। উজ্জয়িনীতেই মহাকাল মন্দির। আর ইনদওর থেকে দুই-আড়াই ঘণ্টা দূরে ওমকারেশ্বর। ঘুম হল না এক ফোঁটা ঠিকই। কিন্তু এই সুযোগ কি ছাড়া যায়, বলুন!’
এর পরেই মজার একটি কথা ভাগ করে নেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘অল্প দিনের জন্য এসেছি। তাই ওই টি-শার্ট, স্কার্ট, প্যান্ট ওই সবই নিয়ে এসেছি।’ তারপর? এর আগে স্বস্তিকাকে কাজের সূত্রেই এই নীল রঙের শাড়িটি পাঠিয়েছিল এক শাড়ি বিপণি। স্বস্তিকার ছবিতে দেখতে পাওয়া এই নীল শাড়িটিই করেছিল মুশকিল আসান। শেষ মুহূর্তে শাড়িটি সুটকেসে রেখে দিয়েছিলেন তিনি। স্বস্তিকা লেখেন, ‘ভাগ্যিস সুটকেসে পুরেছিলাম, কে জানত মন্দিরে পরে যেতে লাগবে। না হলে ভাবুন, ওই টি-শার্ট জিন্স পরে গেলে, মা উপর থেকে এসে দু’ ঘা দিত।’
পোস্টের শেষে অভিনেত্রীর ‘বিজ্ঞপ্তি’, ‘মাথায় অনেক পাকা চুল হয়েছে জানি। এই নিয়ে মন্তব্য করে নিজের সময় নষ্ট করবেন না। আপাতত চুলে রং মাখব না। ওঁ নমঃ শিবায়। হর হর মহাদেব।’