দুটো বিয়ে, নিজের সন্তানকে লুকিয়ে রেখেছেন তিশা! বিতর্ক বাড়তেই সরব অভিনেত্রী

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: তারকাদের নিয়ে এমনিতেই মানুষের কৌতূহলের কমতি থাকে না। তার মধ্যে সেলিব্রিটিদের জীবনে রহস্য এবং বিতর্কেও শেষ নেই। কৌতূহলের বশে অনুরাগীরা নিজেই বানিয়ে ফেলেন নানা মনগড়া কাহিনি! এই যেমনটা ঘটেছে বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে। তিনি নাকি নিজের সন্তানদেরই সমাজমাধ্যমে পরিচয় দিচ্ছেন ভাগ্নে এবং ভাগ্নি হিসাবে। এখানেই শেষ নয়, গোপনে নাকি দু’বার বিয়েও করেছেন অভিনেত্রী! বিতর্ক বাড়তেই সমালোচকদের মুখে কুলুপ দিলেন তিনি।

তিশা কিছুটা ব্যঙ্গ করেই লিখলেন, ‘অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ! যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে, ভাগ্নিকে নিয়ে তোলা ছবি; আমার লুকিয়ে রাখা সন্তান হিসবে অনলাইন পোর্টালে নিউজ করে ২০ ডলার উপার্জন করছেন।
সেই সব অসভ্যদের বলছি –
এখনও পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চাকাচ্চা আছে, তাদের আমার কাছে পৌঁছে দিলে ২০,০০০ ডলার ভিক্ষা দিবো।’

সম্প্রতি নিউইয়র্কের জনপ্রিয় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ অতিথি হিসেবে আসেন তিশা।

সেখানেই সাম্প্রতিক বিতর্ক নিয়ে তাঁকে প্রশ্ন করেন সঞ্চালক জায়েদ খান। জবাবে হাসতে হাসতে অভিনেত্রী বলেন, ‘‘অনেক গুজব শুনেছি। তবে এর মধ্যে একটা হচ্ছে – আমার নাকি দু’বার বিয়ে হয়েছে, তিন নম্বর বিয়ের প্রস্ততি চলছে! আমার একটা সন্তানও আছে, যাকে তার দাদির কাছে লুকিয়ে রেখেছি। এসব গুজব শুনে আমি আর আমার পরিবারের সবাই খুব হেসেছি। কারণ, ওই শিশুটি আমার না, সে আমার বোনের সন্তান।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *