জল্পনা নয়, সত্যিই প্রেম করছেন বীর-তারা, সর্বসমক্ষেই এ বার প্রেমের ইস্তেহার জুটির!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

চলতি মাসের শুরুরেই মিলেছিল ইঙ্গিত। একই প্রমোদরতী এবং একই লোকেশনে ছবি পোস্ট করতেই দু’য়ে দু’য়ে চার করে ফেলেছিলেন অনুরাগীরা। তখন থেকেই নেটপাড়ায় ঘুরছিল প্রশ্ন, ‘প্রেম করছেন বীর পাহাড়িয়া এবং তারা সুতারিয়া?’ এ বার উত্তরটা দিলেন নিজেরাই। তবে একটু অন্যভাবে।

আদর জৈনের সঙ্গে বিচ্ছেদের পরে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। এমনকি অনেকেই মনে করেন, অতীত ভুলতেই নাকি নিজের এক ঢাল লম্বা চুল বিসর্জন দিয়েছিলেন তিনি। তবে এখন সে সব অতীত। জীবনের নতুন অধ্যায়টা তারা শুরু করলেন বীরের সঙ্গে মন দেওয়ানেওয়া করেই।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে তারা তাঁর নতুন মিউজিক ভিডিও ‘থোড়ি সি দারু’র বিহাইন্ড দ্য সিন ছবি শেয়ার করেন। সোনালি ব্যাকলেস হ্যাল্টার নেক ড্রেসে বেশ লাস্যময়ী দেখাচ্ছিল অভিনেত্রীকে। তবে তাঁর জৌলুসের আড়ালেও নজর এড়িয়ে যায়নি পোস্টের নীচে একটি কমেন্ট। সেটি করেছেন বীর। মাত্র একটা শব্দ, তাতেই স্পষ্ট ইঙ্গিত। অভিনেতা তারাকে উদ্দেশ্য করে লেখেন, ‘আমার’। পাল্টা কিছু রাখঢাক না করে অভিনেত্রীও জবাবে লেখেন, ‘আমার’। এ ভাবেই কি প্রেমে সিলমোহর দিলেন তারকাজুটি? এই মুহুর্তে বি-টাউনে গুঞ্জন তাঁদেরকে ঘিরেই।

গত মে মাস থেকেই ছড়িয়েছিল তাঁদের প্রেমের গুঞ্জন। কিছুদিন আগেই তাঁদের পোস্ট করা ছবি যেন আরও উস্কে দিয়েছিল সেটি। সেই সময় বীর কিছু ছবি ভাগ করে নেন সমাজমাধ্যমে। দেখা যায়, একটি প্রমোদতরণীর সামনে বসে রয়েছেন তিনি। পরনে বোতাম খোলা ঢিলেঢালা শার্ট, বক্সার ও মাথায় টুপি। কিছুক্ষণের মধ্যেই সেই একই জায়গা থেকে ছবি ভাগ করে নেন তারাও। সেই একই প্রমোদতরী, একই সমুদ্রের তীর এবং একই লোকেশন। তখনও অনুরাগীরা প্রশ্ন তুলেছিলেন, ‘তাহলে কি একসঙ্গেই ঘুরতে গিয়েছেন তাঁরা?’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *