‘সবাইকে খুশি করে চলা শিল্পীদের কাজ নয়’, গান বিতর্কে অনির্বাণের পাশে বাংলাদেশের তসলিমা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: রবিবারের একটি কনসার্ট। আর তার পর থেকেই উত্তাল নেটপাড়া। এই মুহুর্তে বিতর্কের কেন্দ্রে অভিনেতা-পরিচালক তথা গায়ক অনির্বাণ ভট্টাচার্য। বঙ্গ রাজনীতির ‘তিন ঘোষ’কে নিয়ে তাঁর গানের বুননে সরগরম সমাজমাধ্যম। কুণাল ঘোষ, দিলীপ ঘোষের পাশাপাশি অনির্বাণের নিশানায় রয়েছেন শতরূপ ঘোষ। স্বাভাবিকভাবেই এই গান নিয়ে বিতর্কের অন্ত নেই সমাজমাধ্যমে।
আপাতত এই নিয়ে সমাজমাধ্যম বিভক্ত দুই শ্রেণিতে। কেউ কটাক্ষ দেগেছেন তো কেউ বলছেন, ‘ক্যায়া বাত!’। এমনকি তৃনমূল নেতা কুণাল ঘোষ নিজেও অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ। এ বার অনির্বাণের হয়ে গলা ফাটালেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

বরাবরই সমাজমাধ্যমের পাতায় সক্রিয় তসলিমা। জ্বলন্ত কোনও বিষয় নিয়েও মন্তব্য রাখতে পিছপা হন না তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনা সম্পর্কেও অবগত তসলিমা ফেসবুকে লিখলেন, ‘অনির্বাণের হুলি গান ইজম তো বেশ লাগ্লো। নতুন আইডিয়া, নতুন স্টাইল,আর হ্যাঁ নতুন চমক। জনপ্রিয় হবে কি না তা ভবিষ্যত বলবে। আপাতত মানুষ বলাবলি করছে। কেউ কেউ নাকি খুব অখুশি। তাতে কী! তাঁরাও কবির লড়াই করুন। সবাইকে খুশি করে চলা শিল্পী সাহিত্যিকদের কাজ নয়।’