নিশোর সঙ্গে অভিনয়ের ইচ্ছে নেই, শাকিবের নায়িকা হতে চান তাসনিয়া ফারিণ!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ও পার বাংলার জনপ্রিয় অভিনেত্রী তিনি। তবে এ পার বাংলাতেও দর্শক এক নামেই চেনেন অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। প্রথমবার মূলধারার বাণিজ্যিক সিনেমায় অভিষেক ঘটতে চলেছে তাঁর। মুক্তি পাচ্ছে অভিনেত্রীর নতুন ছবি ‘ইনসাফ’ । সেখানেই শরীফুল রাজের বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। এরই মধ্যে শাকিব খানের নায়িকা হওয়ার আবদার করে বসলেন ফারিণ।
বিষয়টা খোলসা করেই বলা যাক। সম্প্রতি বাংলাদেশের এক অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন তাসনিয়া ফারিণ এবং একইসঙ্গে আফরান নিশো। সেখানেই এক সময়ে মঞ্চে আসেন শাকিব খান। ও পার বাংলার কিং খানকে সামনে পেয়ে এক মুহূর্ত নষ্ট করতে চাননি নায়িকা। সর্বসমক্ষেই আবদার করে বসেন একসঙ্গে কাজ করার।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘তুফান’ ছবিতে অভিনয়ের জন্য সেরা নায়কের পুরস্কার নিয়ে মঞ্চ ছাড়ছিলেন শাকিব খান। এমন সময়তেই অভিনেত্রী বলেন, “আপনি অনেক সিনেমা করছেন। আমারও একটা সিনেমা আসছে সামনে। ইধিকা তো আছেই, কিন্তু আপনার ছবির জন্য কি আমি অডিশন দিতে পারি?”
সেই সময়ে পাশে দাঁড়িয়ে থাকা নিশো বলে ওঠেন, “তাই, না? এখন তাঁকে দেখে কাজ করতে হবে?” ফারিণ হেসে জবাব দেন, “শাকিব খানের সঙ্গে সবারই কাজ করার স্বপ্ন থাকে। তোমার সঙ্গে কাজ করা কি থাকে কারও স্বপ্ন?”
অভিনেত্রীর প্রস্তাবে কি অবশেষে রাজি হলেন শাকিব? পাশ থেকে হাসিমুখে ফারিণের উদ্দেশে অভিনেতা বলেন, “তোমার অডিশন লাগবে না।”