নন্দনে ‘প্রদর্শনযোগ্য’ নয় ‘রাস’! খবর শুনে ‘স্তম্ভিত’ তথাগত, আডিশনকে বললেন…
এন্টারটেইনমেন্ট ডেস্ক: প্রেক্ষাগৃহের চত্বর হোক অথবা সমাজমাধ্যমের পাতা, সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘রাস’-এর প্রশংসায় ভাটা পড়েনি কোথাও। ছবি দেখে চলচ্চিত্র সমালোচকদের মুখেও তৃপ্তির হাসি। বেশ আশাবাদী ছবির পরিচালক তথাগত মুখোপাধ্যায়ও। আশা ছিল, প্রথম সপ্তাহে নন্দন এবং রাধা স্টুডিয়োতে শো না পেলেও দ্বিতীয় সপ্তাহে ঠিক পেয়েই যাবেন। কিন্তু তা হল কই!
গত ৬ জুন মুক্তি পেয়েছে ‘রাস’। প্রথম দিন থেকে দর্শকমহলে দারুণ সাড়া ফেললেও নন্দন এবং রাধা স্টুডিয়োতে নাকি প্রদর্শন করা যাবে না ছবিটি। খবরটি শুনে স্তম্ভিত তথাগত। আডিশনের তরফে যোগাযোগ করা হলে সমস্ত আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “এটা খুবই অনভিপ্রেত এবং কষ্টদায়ক। প্রচুর মানুষ নন্দনে আসেন ছবি দেখতে। ‘রাস’-এর দারুণ দারুণ প্রতিক্রিয়া পাচ্ছি দর্শকদের থেকে। এখনও পর্যন্ত কোনও খারাপ কথা কানে আসেনি। সাধারণত খুব কম ছবির ক্ষেত্রেই এমনটা হয়। তার পরেও আমরা দ্বিতীয় সপ্তাহে এসেও স্ক্রিন কম পাচ্ছি। মাল্টিপ্লেক্সে মাত্র একটা করে শো। আমি সত্যি বুঝতে পারছি না কী হচ্ছে। ছবিটাকে কি মানুষের থেকে দূরে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে? সরকারি হল না পাওয়াটা খুবই দুঃখজনক এবং যন্ত্রণাদায়ক।”
এখানেই শেষ নয়, ‘রাস’-এর শো টাইম নিয়ে ইতিমধ্যেই কথা বলেছেন একাধিক চলচ্চিত্র সমালোচক। স্বয়ং পরিচালক তথাগতেরও অভিযোগ সেখানেই। তিনি বলেন, “অনেকেই প্রশ্ন তুলেছেন ‘রাস’-এর শো টাইম নিয়ে। যদিও সেটা আমাদের হাতে নেই। আমরা তো ভাল শো টাইম চেয়েছি। কয়েকটা জায়গায় পেয়েওছি। তবে গ্রামগঞ্জের দিকে রাত ৮টার সময় ছবির শো টাইম। মানুষ যাবে কী ভাবে?”

এর আগে তথাগতেরই পরিচালনায় ‘পারিয়া’ মুক্তি পাওয়ার পর প্রায় আট সপ্তাহ রমরমিয়ে চলেছিল নন্দনেই। পরিচালকের আক্ষেপ, “নন্দন এবং রাধাতে ‘রাস’ প্রদর্শনযোগ্য নয়, এটা আমার কাছে খুব আশ্চর্যের বিষয়। একজন ছবির লেখক এবং পরিচালক হিসেবে আমি স্তম্ভিত। একটা ঠিকঠাক শো টাইমিং, সরকারি সাহায্য-সবই যদি চলে যায় তা হলে আমি জানি না ছবিটা কী ভাবে মানুষের কাছে পৌঁছবে!” তিনি আরও বলেন, “শিল্পের মাধ্যমে আমি বদল আনতে চাই। কিন্তু তার জন্য শিল্পকে মানুষের কাছে পৌঁছতে দিতে হবে। আমার খুব হতাশ লাগছে।”
কিন্তু হঠাৎ শো বন্ধের কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল? “আমার কোনও ধারণাই নেই। ছবিতে কোনও অশ্লীল দৃশ্য নেই। তার পরেও কেন প্রদর্শন করা যাবে না?” উত্তর অধরা স্বয়ং পরিচালকের কাছেও।