কেউ বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলবে, সিনেমাকে বলবে ‘ঘটিয়া’, তাতে কী? বলছেন তথাগত
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বিতর্কের কেন্দ্রে ‘বাংলাদেশি ভাষা’। সম্প্রতি এই বিষয়কে ঘিরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিতর্কের আঁচ ছড়িয়েছে বিনোদন জগৎ পর্যন্তও। বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে একটি চিঠিতে উল্লেখ করেছে দিল্লি পুলিশ।
এর আগে সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে কৌশিক গঙ্গোপাধ্যায়, এই বিষয়কে কেন্দ্র করে গর্জে উঠেছেন টলিউডের বহু প্রথম সারির পরিচালক-অভিনেতারাই। এ বার চাঁচাছোলা মন্তব্য ধেয়ে এল তথাগত মুখোপাধ্যায়ের কাছ থেকে।
আডিশনের তরফে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তথাগত বলেন, “আমি সব ধরনের মন্তব্যের প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে দিয়েছি। কারা কী বললেন না বললেন, সেই সব নিয়ে মাথা ঘামাই না আর। আমরা আমাদের কাজ করে চলেছি। বাংলা ভাষাও তার নিজের জায়গাতেই থাকবে।”
গত বছর আগের ঘটনা। বাংলায় এসে পরিচালক অনুরাগ কাশ্যপের বাংলা ছবিকেই ঘিরে ‘ঘটিয়া’ তকমা দেওয়া নিয়ে উঠেছিল বিতর্কের ঝড়। সেই সময় দুই ভাগে ভাগ হয়েছিল সমাজমাধ্যম। কেউ কেউ যেমন কটাক্ষ ছুড়েছিলেন পরিচালকের দিকে, তেমনই কেউ কেউ সহমত পোষণও করেছিলেন অনুরাগের সঙ্গে। ‘বাংলাদেশি ভাষা’ বিতর্কে অনুরাগের প্রসং টেনে তথাগত বলেন, “অনুরাগ কাশ্যপও বাংলা সিনেমাকে ‘ঘটিয়া’ বলেছিলেন। তাতে বাংলা সিনেমা ‘ঘটিয়া’ হলে হবে। না হলে হবে না।” পরিচালকের কথায়, সব বিষয় নিয়ে মাথা না ঘামানোই ভাল। তিনি আরও যোগ করেন, “বাংলা ভাষার অস্তিত্ব এখনও প্রবলভাবে রয়েছে।”