ভারতীয় ফুটবলে স্বপ্নের যাত্রা শুরু খালিদের, তাজিকিস্তানকে হারিয়ে জয় ব্লু টাইগার্সের
স্পোর্টস ডেস্ক: খালিদ জমানায় স্বপ্নের শুরুটা হল ভারতের। কাফা নেশনস কাপের প্রথম ম্যাচে কঠিন প্রতিপক্ষ তাজিকিস্তানের বিরুদ্ধে এল ২-১ গোলে জয়। প্রায় ৬ মাস পর জয়ের মুখ দেখল ভারত। ব্লু টাইগার্সের হয়ে দুটি গোল করেন আনোয়ার আলি ও সন্দেশ ঝিঙ্ঘান। ভারতের এই জয়ে অবশ্য সবচেয়ে বড় অবদান গুরপ্রীত সিং সান্ধুর। পেনাল্টি সেভ করে জয় নিশ্চিত করে দেন তিনি। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের গ্রুপে শীর্ষে রয়েছে তাজিকিস্তান। শেষ তিন ম্যাচ ছিল অপরাজিত। তারওপর আয়োজক দেশ। ফিফা ক্রমতালিকায় তারা এখন ১০৬ নম্বরে। সেখানে ভারত ১৩৩। এই ম্যাচের আগে ভারত ও তাজিকিস্তান পাঁচবার একে অপরের মুখোমুখি হয়েছিল, যেখানে মধ্য এশিয়ার দেশটি জিতেছে তিনবার। ভারতের একমাত্র জয় আসে এএফসি চ্যালেঞ্জ কাপ ২০০৮-এর ফাইনালে। এর ১৭ বছর পর আবার জয় পেল ভারত।

৪-৪-১-১ ছকে খেলা শুরু করেন খালিদ জামিল। এদিন শুরু থেকেই দুরন্ত ছিল খালিদ জামিলের দল। ১৩ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায়।৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আনোয়ার। উভাইসের লম্বা থ্রো বক্সের মধ্যে ভেসে এলে হেডে প্রথমে চেষ্টা করেন সন্দেশ, তা প্রতিহত হলেও হেডেই গোল করে যান আনোয়ার। ১৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোল। এবার সহযোগিতায় আনোয়ার। হেড করেন রাহুল ভেকে। তা প্রতিহত হলে গোল করতে ভুল করেননি সন্দেশ ঝিঙ্ঘান।

এরপর খেলায় ফেরার চেষ্টা করে তাজিকিস্তান। ২৩ মিনিটের মাথায় ১ গোল শোধ করে সামিয়েভ।
যদিও প্রথমার্ধে আর গোল হয়নি। ২-১ এগিয়ে বিরতিতে যায় ভারত। দ্বিতীয়ার্ধে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে তাজিকিস্তান। কিন্তু দক্ষতার সঙ্গে দূর্গ আগলাতে শুরু করেন গুরপ্রীত। ৭০ মিনিটের মাথায় বক্সে সইরভকে ফাউল করেন বিক্রম প্রতাপ। পেনাল্টি পায় তাজিকিস্তান। ঠিক তখনই গোলের সামনে প্রাচীর হয়ে দাঁড়ান গুরপ্রীত। সইরভের শট ডানদিকে ঝাঁপালেও বল ছিল মাঝখানে। পা কাজে লাগিয়ে বল জালে জড়াতে দেননি তিনি। উচ্ছ্বাসে ভাসে রিজার্ভ বেঞ্চও। তবু ভেসে যাননি খালিদ জামিল। ক্রমাগত নির্দেশ দিতে থাকেন ভারতীয় কোচ। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালালেও ভারতের মজবুত রক্ষণভাগ ভাঙতে পারেনি তাজিকিস্তান। অবশেষে জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত। এই টুর্নামেন্টে ভারতকে রাখা হয়েছে গ্রুপ বি-তে। এর পর তারা খেলবে ইরান (১ সেপ্টেম্বর) এবং আফগানিস্তানের (৪ সেপ্টেম্বর) বিরুদ্ধে।