ভেঙে দেওয়া হবে ‘মহাগুরু’র বাড়ি! অবৈধ নির্মাণে অভিযুক্ত মিঠুন চক্রবর্তী
এন্টারটেইনমেন্ট ডেস্ক: পরের মাসেই ৭৫-এ পা দেবেন, তার আগেই নতুন করে আলোচনায় ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। অভিনেতার বিরুদ্ধে উঠল অবৈধ নির্মাণের অভিযোগ। রবিবার সকাল থেকে এই খবরেই সরগরম সোশ্যাল মিডিয়া। রিপোর্ট বলছে, এই নিয়ে ইতিমধ্যেই একটি নোটিস জারি করা হয়েছে যেখানে বৃহন্মুম্বই পুরসভার (বিএমসি) দাবি, মহারাষ্ট্রের মালাড মাধ এলাকার এরাঙ্গল গ্রামে তারকার যে বাড়িটি রয়েছে, সেখানে অবৈধ ভাবে সংস্কার করা হয়েছে তারকার বাড়ির একতলার অংশ।
এই নোটিসটি গত ১০ মে জারি করা হলেও, বিষয়টি নিয়ে জানাজানি হয়েছে শনিবার, ১৭ মে। যদিও এই পুরো বিষয়টিই অস্বীকার করেছেন অভিনেতা। তাঁর কথায়, অবৈধ ভাবে ভবন সংস্কারের প্রসঙ্গ একেবারেই মিথ্যে। তবে বৃহন্মুম্বই পুরসভা ওই নোটিসে জানিয়েছে, সম্পত্তি সংস্কারের বৈধ ব্যাখ্যা দিতে হবে মিঠুনকে। তবে কি আইনি পথেই হাঁটছেন মিঠুন? তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। পুরসভার সাফ দাবি, অভিনেতার উত্তর সন্তোষজনক না হলে, চলতি মাসেই ভেঙে দেওয়া হতে পারে তাঁর নির্মাণ। কারণ প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ওই জমির উপর ভবন নির্মাণ করা হয়েছে। সেই কারণেই ১৮৮৮ সালের বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন আইন অনুযায়ী ৩৩৭, ৩৪২, ৩৪৭ ধারায় মামলা হতে পারে মিঠুনের বিরুদ্ধে।
তবে কেবল মিঠুন চক্রবর্তীই নয়, গত সপ্তাহেই মাধ এলাকায় তদারকি শুরু করে পুরসভা। প্রায় ১৩০ টি অবৈধ নির্মাণের খোঁজ মিলেছে বলে প্রশাসনের তরফে দাবি করা হয়েছে। মিঠুন ছাড়াও অনেকের কাছেই অবৈধ নির্মাণের নোটিস পৌঁছেছে বলে খবর।
