শেষ হল অরণ্যক-রোশনাইয়ের সফর, দেড় বছরের সঙ্গ শেষে আবেগে ভাসল পুরো ইউনিট
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ৩০ জুন শেষ হল ‘রোশনাই’-এর শুটিং। স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক শুরু হয়েছিল ২০২৪-এর এপ্রিল মাসে। এক বছরেরও কম সময়ে পর্দা নামল অরণ্যক ও রোশনাইয়ের সম্পর্কের গল্পে। শেষ শুটিংয়ের দিনে আবেগের ঢেউ বয়ে গেল ইউনিট জুড়ে। উষসী চক্রবর্তীর কথায়, “একটা মেগা সিরিয়াল একবছর চলা মানেই, সেটাই হয়ে যায় একটা পরিবার।”
প্রথমদিকে ‘রোশনাই’-এর চরিত্রে ছিলেন অনুষ্কা গোস্বামী। পরে সেই ভূমিকায় আসেন তিয়াসা লেপচা, যাঁর আগমনে চরিত্রটি এক নতুন রূপ পায়। ‘আরণ্যক’-এর চরিত্রে শন বন্দ্যোপাধ্যায়, ‘দীপ্তজিৎ’-এর চরিত্রে শঙ্কর চক্রবর্তী ও ‘গরিমা’র চরিত্রে লেখা চট্টোপাধ্যায়। অরণ্যক-রোশনাইয়ের সম্পর্ক, ভালবাসা, বিশ্বাসভঙ্গ, ত্যাগ ও সংঘাত -এই জটিল সমীকরণই ছিল ধারাবাহিকের মূলে। দীপ্তজিতের প্রতারণা, পারিবারিক সম্পত্তি ঘিরে কুৎসিত চক্রান্ত, এবং রোশনাইয়ের নিজের অধিকারের লড়াই—সব মিলিয়ে শেষ দিকে কাহিনির বাঁক ঘুরে দাঁড়ায় চূড়ান্ত দ্বন্দ্বের মুখোমুখি।

এই টানটান নাট্যপ্রবাহে নতুন সংযোজন ছিলেন ডাঃ আয়ুষ, যিনি রোশনাইয়ের জীবনে ভরসার প্রতীক হয়ে ওঠেন। অন্যদিকে, গরিমার গর্ভবতী হয়ে পড়া এবং অরণ্যকের মনের দ্বন্দ্ব পরিস্থিতিকে করে তোলে আরও জটিল। সম্পর্কের জট ছাড়াতে গিয়ে ছোটু, পারিবারিক প্রতারণার চাপে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়। কেউ মুখোশ খুলেছে, কেউ আবার সরে গিয়েছে আঁধারে।

দর্শকদের মনে এখনও প্রশ্ন দীপ্তজিতের পরিণতি কী হবে? অরণ্যক কোন সম্পর্ককে বেছে নেবে? রোশনাইয়ের জীবনে কি দেখা দেবে নতুন আলোর দিশা? গরিমা ও তাঁর সন্তানের ভবিষ্যৎই বা কী? সেই সব প্রশ্নের উত্তরই অধরা।
যদিও ‘রোশনাই’ টিআরপির দৌড়ে কখনও শীর্ষ পাঁচে জায়গা পায়নি, তবে চরিত্র ও আবেগের দিক থেকে তা দর্শকদের মনে দাগ কেটেছে। এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরেছিলেন শন বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন, আবার কি ছোটপর্দায় দেখা যাবে তাঁকে?
শেষ দিনে একসঙ্গে শেষ মুহূর্ত ফ্রেমবন্দি করলেন মাধবী মুখোপাধ্যায়, শন, লেখা, তিয়াশা, ঈশানি সেনগুপ্ত, সুদীপ মুখোপাধ্যায়, উষসী-সহ আরও অনেকেই।
সব মিলিয়ে, ‘রোশনাই’ শেষ হলেও রেখে গেল অনেক না বলা গল্প, অনেক প্রশ্ন, আর কিছু প্রিয় মুখ, যাদের বিদায় এখনো হজম করে উঠতে পারেননি বহু দর্শকই।