মোহনবাগান রত্ন ‘টুটু বসু’, আগামীবছর সম্মান জানানো হবে প্রয়াত অঞ্জন মিত্রকে

0

স্পোর্টস ডেস্ক: আমার তিন সন্তান, টুবলাই-টুম্বাই আর মোহনবাগান। মাতৃসম ক্লাবকে নির্বাচনের আবহে সন্তানসম বলে বিতর্কের মুখে পড়েছিলেন সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়া টুটু বসু। এই কয়েকদিন আগের ঘটনা। এরপর দুয়ে দুয়ে চার হয়ে গেছে দেবাশিস-সৃঞ্জয় লড়াই। দু’জনের নির্বাচিত সদস্যদের নিয়ে তৈরিও হয়েছে নতুন কমিটি। যেখানে সভাপতি হয়েছেন দেবাশিস দত্ত আর সচিব পদে ফিরেছেন সৃঞ্জয় বসু। এবার সেই কমিটিই সর্বোচ্চ সম্মানের জন্য বেছে নিল বাগানের বটবৃক্ষ হয়ে ছায়া দিয়ে যাওয়া টুটু বসুকে। তাঁর বিশাল অবদানের জন্যই মোহনবাগান রত্ন দেওয়া হচ্ছে এবার।তাঁর মাধ্যমেই হয়তো শেষ হচ্ছে গোল্ডের এরা। কারণ, নতুন কমিটিতে সভাপতি পদে আর ফেরেননি টুটু বসু।

তাঁর জন্য নতুন কমিটি কোনও একটা পদও তৈরি করতেই পারত, কিন্তু অপ্রয়োজনীয় গালভরা পদ তৈরি করতেও আপত্তির কথা শোনা গেছে নতুন সচিব সৃঞ্জয় বসুর গলায়।কারণ, মোহনবাগানের সঙ্গে টুটু বসুর নাম অঙ্গাঙ্গীভাবেই জড়িয়ে। তাঁর জন্য পদ লাগে না। আধুনিক ক্লাবের প্রাণপুরুষ তিনিই। সমর্থকদের কাছে টুটু বসু গৌরী সেন, টুটু বসুই বাগানের বটবৃক্ষ।বাগানের ইতিহাসের সঙ্গেই জড়িয়ে থাকবে টুটু বসুর নাম। মোহনবাগান রত্নে নাম ঘোষণার পরই টুটু বসু জানান, ‘১৯৯১ সাল থেকে আমার সাধ্যমতো যতদিন পেরেছি, যতটা পেরেছি, মাতৃসম মোহনবাগান ক্লাবের সেবা করে এসেছি। অগণিত মোহনবাগান সদস্য এবং সমর্থকদের জানাই আমার আকণ্ঠ সবুজ-মেরুন ভালোবাসা। পুনর্জন্ম বলে যদি সত্যিই কিছু থাকে, তাহলে সেই জন্মেও মোহনবাগানের সেবা করতে চাই।’

শনিবার কর্মসমিতির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাব প্রেসিডেন্ট দেবাশিস দত্ত জানিয়ে দেন, এবারের ‘মোহনবাগান রত্ন’ টুটু বসু। নতুন সচিব সৃঞ্জয় বসু বলেন, ‘আমার বাবাকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে, তাই আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়।’ ১৯৯১ সাল থেকে ১৯৯৫ পর্যন্ত ছিলেন মোহনবাগান ক্লাবের সচিব ছিলেন টুটু বসু। তারপর ১৯৯৫ থেকে ২০১৮ পর্যন্ত ছিলেন সভাপতি। পরে ২০১৮ থেকে ২০২০-র জানুয়ারি পর্যন্ত ফের সচিব হন। আর ২০২০-২২ ও ২০২২-২০২৫, দুই দফায় ফের ক্লাব সভাপতি হন। বিদেশি প্লেয়ার সই করানো থেকে শুরু করে ব্যালট পেপারে ভোট দেওয়ার পদ্ধতি সবেতেই টুটু বসুর অবদান।
এর আগে ২০০৭ সালে কর্মকর্তা হিসেবে মোহনবাগান রত্ন পেয়েছিলেন ধীরেন দে। এবার পাবেন টুটু বসু। আগামী বছর এই মোহনবাগান রত্ন সম্মান জানানো হবে আর এক সফল সচিব প্রয়াত অঞ্জন মিত্রকে। তিনি ১৯৯৫ থেকে ২০১৮ অবধি টানা সচিব পদে ছিলেন। ২০১৯ সালে প্রয়াত হন। বৃষ্টির কথা মাথায় রেখেই মোহনবাগান দিবস এবার মাঠের পরিবর্তে নেতাজী ইন্ডোরে অনুষ্ঠিত হওয়ার কথা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *