ব্রাত্য, ঋতুপর্ণার সঙ্গেই পর্দায় ‘অভিষেক’ কুণাল ঘোষের, নেপথ্যে বাম আমলের ‘মনীষা অন্তর্ধান’ রহস্য!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: নয়ের দশকে ঘটে যাওয়া সেই বহু আলোচ্য ঘটনা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার মনীষা মুখোপাধ্যায়ের কথা মনে পড়ে? ১৯৯৭ সালে প্রায় ‘উবে’ গিয়েছিলেন তিনি। ঠিক যেন ‘কর্পূর’-এর মতো। তাঁর রহস্য আজও ভাবায় মানুষকে। সত্য ঘটনা অবলম্বনে একটি উপন্যাস লিখেছিলেন লেখিকা দীপান্বিতা রায়। নাম ‘অন্তর্ধানের নেপথ্যে’। সেই উপন্যাসের অবলম্বনেই নতুন ছবি তৈরির জন্য প্রস্তুত পরিচালক অরিন্দম শীল। ছবির নাম ‘কর্পূর’।

ছবির আকর্ষণের বিষয় কিন্তু এখানেই শেষ নয়। চমক আছে কাস্টিংয়ের ক্ষেত্রেও। এই ছবির মুখ্যচরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং এই ছবির হাত ধরেই প্রথম বার বড় পর্দায় আত্মপ্রকাশ করবেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। এ ছাড়াও ছবিতে দেখা যাবে মন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূলের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়কেও। ছবিতে এক পুলিশ আধিকারিকের চরিত্রে দেখা যাবে ব্রাত্যকে। অন্য দিকে এক সংবাদমাধ্যমের সম্পাদকের ভূমিকায় থাকবেন অনন্যা। সাংবাদিকের চরিত্রে থাকবেন লহমা ভট্টাচার্য। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্পণ ঘোষাল।

ছবি নিয়ে আলোচনার একটি ঝলকও কুণাল ঘোষ ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমের পাতায়। যেখানে চিত্রনাট্য পাঠ করে শোনাচ্ছেন পরিচালক। কুণাল লেখেন, ‘অভিনেতা হিসেবে আমার নতুন অভিজ্ঞতা।’

বিতর্ক ভুলে আবারও চেনা ছন্দে ফিরতে চলেছেন অরিন্দম। জানা যাচ্ছে, আগামী জুলাই মাস থেকেই শুরু করবেন আগামী ছবির শুটিং।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *