গোপনে বিয়ে সারলেন রূপা ভট্টাচার্য, পাত্র কে জানেন?
গোপনে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য। টলি পাড়ায় বিয়ের মরশুম পড়তে না পড়তেই বেজে উঠল বিয়ের সানাই।

সাত পাকে বাঁধা পড়লেন টেলি অভিনেত্রী রূপা ভট্টাচার্য।

পরনে লাল বেনারসি সঙ্গে গা ভর্তি সোনার গহনা! আধুনিক কোনও সাজে নয়। তাঁর বিয়ের সাজ দেখে এটকু পরিষ্কার যে পুরাতনী সাজেই স্বাচ্ছন্দ্য বোধ করেন নায়িকা।

পাত্রের নাম দেবাঙ্ক। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, প্রেম করেই বিয়ে করেছেন তাঁরা। তবে স্বামী- স্ত্রীর আগে তাঁরা ভিষণই ভালো বন্ধু। তাঁদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিভিশন দুনিয়ার বেশ কিছু পরিচিত মুখ।

তেমনই নিমন্ত্রণ পেয়েছিলেন কাঞ্চনা মৈন্ত্র। তিনি জানান ‘রূপা এবং দেবাঙ্কর বিয়েতে ছিল এলাহী আয়োজন। নিরামিষ থেকে আমিষ! বাদ ছিল না কিছুই। পোলাও, মাংস, ফিশ ফ্রাই, রাধাবল্লভি থেকে শুরু করে শেষ পাতে মিষ্টি।’ কাঞ্চনা মৈত্র আরও জানান ‘ ছেলের বাবা মায়ের সঙ্গে বিয়ের দিন পরিচয় হল। তাঁরা ভীষণ ভালো মানুষ।’ পাশাপাশি যেকোনো সম্পর্কের মূল হচ্ছে বন্ধুত্ব। কাঞ্চনা জানান, ‘রূপা এবং দেবাঙ্ক খুব ভালো বন্ধু। ছেলেটি নিজে থিয়েটার করেন। আমায় ইনভাইট করল পরের শো-তে।’

তবে রূপার স্বামী থিয়েটার করলেও, দৈনন্দিন জীবনে তিনি একজন আইটি কর্মী। থিয়েটার তাঁর প্যাশন। ১১ জুলাই বিবাহ বন্ধনে অবন্ধ হয়েছেন রূপা এবং দেবাঙ্ক।

কাছের মানুষ এবং ঘনিষ্ট বন্ধুদের উপস্থিতি তেই বিয়ে সারলেন এই জুটি। তাঁদের আগামী জীবন হয়ে উঠুক আরও রঙিন। আডিশনের তরফ থেকে তাঁদের নতুন জীবনের জন্য রইল অনেক শুভেচ্ছা।