জাতীয় চলচ্চিত্র মঞ্চে সেরা বাংলা ছবি ‘ডিপ ফ্রিজ’, ‘আমি আপ্লুত’, বললেন তনুশ্রী
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
অসহনীয় গরম। তার মধ্যেই অক্লান্ত পরিশ্রম। শুটিংয়ের সময়ও কি কেউ ভেবেছিলেন ছবিটি জাতীয় চলচ্চিত্রের মঞ্চে সেরা বাংলা ছবির শিরোপা পাবে! হ্যাঁ, কথা হচ্ছে পরিচালক অর্জুন দত্তের ছবি ‘ডিপ ফ্রিজ’ নিয়ে। ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবির স্থান ছিনিয়ে নিয়েছে এটি। ছবিতে অভিনয় করেছেন, আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায়, কৌশিক চট্টোপাধ্যায়, আর্য দাশগুপ্ত, অনুরাধা মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা। ভিন্ন স্বাদের এই গল্প যে মন ছুঁয়েছে, তা বলাই যায়। কেমন এই অনুভূতি? আডিশনের তরফে প্রশ্ন রাখা হয়েছিল তনুশ্রীর কাছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

অভিনেত্রী বলেন, “আমার দারুণ লাগছে। আমি আপ্লুত খুবই। এই ছবিটা মনের খুব কাছের।” টিমের সদস্যদের কথা বলতেও ভোলেননি তিনি। কৃতজ্ঞতা জানিয়ে তনুশ্রী বলেন, “এই ছবিটা অর্জুন, আবীর না থাকলে হত না। আমার অভিনয়ের গুরু দামিনীর কাছেও আমি কৃতজ্ঞ।”
মনোনয়ন তালিকা দেখে কি আশা রেখেছিলেন জাতীয় পুরস্কারের? অভিনেত্রীর সহজ জবাব, “না, এমনটা ভাবিনি। শুধু নিজের সেরাটা দিয়ে কাজ করেছি।”
আডিশনের সঙ্গে কথা বলতে বলতেই তনুশ্রী ফিরে যান ছবিটির শুটিংয়ের সময়ে। তিনি বলেন, “খুব গরম ছিল সেই সময়। তার মধ্যেও কাজ করেছি। বেশিরভাগটাই শুটিং হত রাতের বেলা। সেই সময় ঘরের ভিতর আলো ঢেকে দেওয়ার জন্য কালো কাপড় ব্যবহার করা হত।”
তনুশ্রী জানান, ‘ডিপ ফ্রিজ’-এর শুটিং শেষ করেই ‘রোডসাইড ওপেরা’র কাজে হাত দিয়েছিলেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘ডিপ ফ্রিজ’-এর ‘মিলি’র চরিত্র থেকে বেরোতেই অনেকটা সময় লেগে গিয়েছিল তাঁর। তিনি বলেন, “ছবিতে আমার চরিত্রটা খুব জটিল ছিল। এইগুলো সহজে মন থেকে যেতে চায় না। একটা চরিত্র থেকে বেরিয়ে অন্য চরিত্রে প্রবেশ করা খুব কঠিন। সহ-অভিনেতা, অভিনয়ের শিক্ষক, পরিচালক-সহ টিমের প্রতিটা সদস্যের সাহায্য ছাড়া এটা অসম্ভব।”