প্রথমবার ট্রফির স্বাদ, কোরিয়ান তারকা বললেন, ‘পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ’

0

স্পোর্টস ডেস্ক: এক’দু বছর নয়, একটা ট্রফি ঘরে তুলতে দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করতে হল টটেনহ্যামকে।ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হল টটেনহ্যাম। এবারের প্রিমিয়ার লিগে ৩৭ ম্যাচের মধ্যে ২১টিতেই হেরেছে টটেনহ্যাম। দলটাকে নিয়ে যখন সবাই আশা ছেড়েই দিয়েছিল, তখনই এল ঐতিহাসিক সন্ধিক্ষণ। ২০০৮ সালে লিগ কাপ জয়ের পর এটাই প্রথম ট্রফি টটেনহ্যামের। ইউরোপের মঞ্চে খেতাব জিতল ৪১ বছর পর, সর্বশেষ জিতেছিল ১৯৮৪ সালে এই ইউরোপা লিগেরই আগের সংস্করণ উয়েফা কাপ। এই নিয়ে তৃতীয়বারের মতো ইউরোপা লিগ জিতল টটেনহাম।

১৯৭২, ১৯৮৪ সালের পর এবার। আর তাতেই টটেনহ্যামে ১০ বছরের কেরিয়ারে প্রথমবার ট্রফি জয়ের স্বাদ পেলেন সন হিউং-মিন। চ্যাম্পিয়ন হওয়ার পর কোরিয়ান এই ফরোয়ার্ড বলেছেন, ‘অবশেষে স্বপ্ন সত্যি হলো। আজ বলতে পারি যে আমি এই ক্লাবের কিংবদন্তি। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে।’ দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ২০১৮ সালে এশিয়ান গেমস জিতেছেন সন, সেটাই এতদিন ছিল তাঁর কেরিয়ারের একমাত্র খেতাব। ম্যাচে ৪২ মিনিটে ফরোয়ার্ড ব্রেনান জনসনের করা গোলটা গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। এই নিয়ে চলতি মরসুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিপক্ষে চারটি ম্যাচেই জয় পেল লন্ডনের এই ক্লাব। ৪১ বছর ফের ইউরোপার খেতাব জিতে স্পার্সরা নিশ্চিত করল, আগামী মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলছে তারা। অন্যদিকে করুণ অবস্থা এবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। ১৯৭৩-৭৪ মরসুমের পর এটাই তাদের সবচেয়ে বাজে মরসুম।

লিগ টেবিলে ১৬তম স্থানে। আগামী মরসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় দেখা যাবে না বিখ্যাত এই ক্লাবটাকে, যেটা ১৯৯০ সালের পর দ্বিতীয়বারের মতো। ম্যান ইউ সমর্থকরা আশায় ছিলেন, দীর্ঘদিন পর বড় কোনও সাফল্য আসবে। এই সাফল্য এলে সারা মরসুমে ব্যর্থতায় প্রলেপ পড়ত। ইউনাইটেড ৮৪ শতাংশ বলের দখল রেখেও তা আর হল না। ২০১৬-১৭ মরশুমে হোসে মোরিনহোর হাত ধরে ইউরোপা লিগ জিতেছিল ম্যান ইউ। ইউরোপিয়ান সার্কিটে সেটাই তাদের শেষ বড় সাফল্য।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *