‘সিনেমার তারকাদের জন্য সব, আমাদের জন্য?’, জাতীয় পুরস্কারের দাবি ‘অনুপমা’ রুপালির
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সম্প্রতি মুম্বইয়ে এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়। করে বসলেন এক বড়সড় দাবি। তাঁর সেই কথাই যেন এখন বি টাউনে চর্চার বিষয়।
তিনি বলেন, “কোভিডের সময় সিনেমার শুটিং বন্ধ ছিল। তাঁরা কাজ বন্ধ রাখতে পেরেছিলেন। কিন্তু আমরা তো করিনি। তখন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা কাজ করেছি।” কিন্তু সেই কঠিন পরিশ্রমের কথা কেউ আলোচনা করে না। রুপালির কথায়, যখন একজন সিনেমার তারকা নিয়মিত কাজ করেন, তখন সেটা বড় খবর হয়। কিন্তু টিভি তারকারা দিনের পর দিন পরিশ্রম করে গেলেও তাঁদের কাজের কোনও স্বীকৃতি নেই। তাই রুপালি ভারত সরকারের কাছে আবেদন করেছেন, টিভির শিল্পীদের কথা যেন তাঁরা ভেবে দেখেন । তাঁর বিশ্বাস, এই স্বীকৃতি পেলে তাঁদের কাজের প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা আরও বাড়বে।
রুপালি টেলি জগতের অন্যতম উচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। এমনকী নেটপাড়ার একাংশ তাঁকে স্মৃতি ইরানির সঙ্গে তুলনা করেছিল এক সময় । তবে স্মৃতি ইরানির সঙ্গে বিরোধের গুজব উড়িয়ে দিয়ে রূপালি বলেন, ‘স্মৃতি ইরানি কিউকি সাস ভি কভি বহু থি-এর নতুন সংস্করণ দিয়ে আবার টিভিতে ফিরেছেন, আর সেটা আমার সিরিয়ালের মতো একই চ্যানেলে দেখানো হচ্ছে। আমি খুব গর্বিত যে স্মৃতিজি আবার টিভিতে ফিরেছেন, এটা অনেক বড় স্বীকৃতি। তাঁর ফিরে আসা অনেক কিছু বদলে দেবে এবং আবারও মানুষের দৃষ্টি টেলিভিশনের দিকে ফিরিয়ে আনবে।’
রূপালি গঙ্গোপাধ্যায় নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ‘সারাবাই ভার্সেস সারাবাই’-এর মজার চরিত্র মনীশা। তারপর ‘পারভারিশ’, আর এখন তো ‘অনুপমা’র সুবাদেই তিনি ঘরে ঘরে পরিচিত। প্রায় পাঁচ বছর ধরে এই ধারাবাহিকটি টিআরপি তালিকায় শীর্ষে। বলে রাখা ভাল, এই জনপ্রিয় হিন্দি ধারাবাহিকটি আসলে বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’র অফিসিয়াল রিমেক। সেখানে মূল চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রাণী হালদার। এই হিন্দি সংস্করণটি তৈরি করেছেন প্রযোজক রাজন শাহী।
সম্প্রত্তি, ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে, যেখানে ২০২৩ সালের সেরা কাজগুলোকে সম্মান জানানো হয়েছে। করোনার কারণে এক বছর পিছিয়ে যায় জাতীয় পুরস্কার।