রেহাই নেই বিশ্বকাপ খেলতে এসেও! শ্লীলতাহানির ঘটনা ২ অজি ক্রিকেটারের সঙ্গে, গ্রেফতার ১

0



কোথায় যাচ্ছে মানসিকতা? দেশের হয়ে লড়াই নয়, দেশকে লজ্জায় ডুবতে হল কু-কীর্তিতে। ভারতে মহিলাদের ওডিআই বিশ্বকাপ খেলতে এসে শ্লীলতাহানির শিকার হলেন অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার। মধ্য প্রদেশের ইন্দোরের ঘটনা। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে নামার আগে খাজরানা রোড অঞ্চলে ঘুরতে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এক বাইক আরোহী ওই ক্রিকেটারদের অনেকক্ষণ অনুসরণ করেন এবং পরে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করা হয়েছে। অজি ক্রিকেটাররা ক্যাফের দিকে যাওয়ার সময় ওই বাইকআরোহী তাদের কাছে এসে অশ্লীলভাবে শরীর স্পর্শ করে পালিয়ে যায়। পুলিশের মতে গত ২৩ অক্টোবর সন্ধেয় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট দুই ক্রিকেটার টিম ম্যানেজমেন্টকে এই ঘটনার কথা জানাতেই পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন অস্ট্রেলিয়া দলের সুরক্ষার দায়িত্বে থাকা ড্যানি সিমন্স। এফআইআর দায়ের করে পুলিশ। এই ঘটনায় আকিল খান নামে ওই বাইক আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।   ইন্দোরের অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ রাজেশ দণ্ডতিয়ান জানিয়েছেন, অভিযুক্ত আকিলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ও ৭৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ক্রিকেটারদের নাম প্রকাশ্যে আনা হয়নি।
গোটা ঘটনা ভারতের মাথা হেঁট হওয়ার মতোই। লজ্জিতও। তদন্তে নেমে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা শুরু করে পুলিশ। তাদের মধ্যে একজনের সাহায্যে অভিযুক্তের বাইকের নম্বর পাওয়া যায়। যার মাধ্যমে আকিল খান নামের ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।  অভিযুক্ত আকিল আজাদনগরের বাসিন্দা । বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াও  এই ঘটনার নিন্দা করেছেন। নিন্দে করা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও। বোর্ড সচিব বলেছেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এই ধরনের ঘটনায় সম্মানহানি হয়। রাজ্য পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করায় তাদের প্রশংসা করছি। অভিযুক্ত আইন অনুযায়ী শাস্তি পাক।’ ঘটনায় দুঃখপ্রকাশ করে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। এমপিসিএর পক্ষ থেকে জানানো হয়, ‘ইন্দোরে অস্ট্রেলিয়ার দু’জন মহিলা ক্রিকেটারের সঙ্গে শ্লীলতাহানির ঘটনায় মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন দুঃখিত। আমরা চাই না কোনও মহিলা এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাক। যাদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে, তাঁদের জন্য ব্যথিত। এমন ঘটনা আমাদের এমপিসিএর সবাইকে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনা ভুলে আবার ক্রিকেটাররা ক্রিকেটে ফিরে গিয়েছে দেখে ভাল লাগছে। এই ঘটনার জন্য আয়োজক হিসেবে আমরা ক্ষমাপ্রার্থী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *