‘অপ্রত্যাশিত ছিল’, মাধ্যমিকে প্রথম আদৃত, জেলার জয়জয়কারের মধ্যেও সেরা দশে কলকাতার ২

0

ট্রেন্ডিং: শুক্রবার প্রকাশিত হল মাধ্যমিকের ৬৬ জনের সম্পূর্ণ মেধাতালিকা। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মেধাতালিকা পড়ে শুনিয়েছেন। ৬৯৬ পেয়ে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের আদৃত সরকার। দ্বিতীয় স্থানে আছে মালদহ এবং বাঁকুড়ার দু’জন। বাঁকুড়ার সৌম্য পাল এবং মালদহের অনুভব বিশ্বাস। উভয়েরই প্রাপ্ত নম্বর ৬৯৪। তৃতীয় স্থানে ঈশানী চক্রবর্তী। যে পেয়েছে মোট ৬৯৩ নম্বর।

আদৃতের কথায়, তার কাছে এই সাফল্য কিছু অপ্রত্যাশিতই ছিল। সে বলে, “ভাল রেজাল্ট আশা করেছিলাম হবে। কিন্তু এতটা ভাল হবে, ভাবিনি।” এ বার কী নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আদৃতের? তার কথায়, “আপাতত মেডিক্যালে যাওয়ার ইচ্ছে রয়েছে। এরপর যদি অন্য কোনও বিষয় নিয়ে পড়ার ইচ্ছে হয়, তাহলে সেটা নিয়েই এগোব।”

এ বারে যুগ্মভাবে চতুর্থ স্থানে রয়েছে মহঃ সেলিম এবং সুপ্রতীক মান্না। প্রাপ্ত নম্বর ৬৯২। পঞ্চম স্থানে চার জন। সিঞ্চন নন্দী, চৌধুরী মহঃ আসিফ,  দীপ্তজিৎ ঘোষ এবং সোমতীর্থ করণ। প্রাপ্ত নম্বর ৬৯১। ষষ্ঠ স্থানে পাঁচ জন। অউন্চ‌ দে, জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায়, রুদ্রনীল মাসন্ত, অঙ্কন মণ্ডল এবং অভ্রদীপ মণ্ডল। প্রাপ্ত নম্বর ৬৯০। সপ্তম স্থানেও পাঁচ জন। দেবার্ঘ্য দাস, অঙ্কন বসাক, অরিত্রা দে, দেবাদ্রিতা চক্রবর্তী এবং সৌরীন রায়। প্রাপ্ত নম্বর ৬৮৯।

অষ্টম স্থানে একইসঙ্গে ১৬ জন। অনির্বাণ দেবনাথ, সত্যম সাহা, আসিফ মেহবুব, মোঃ ইনজামাম উল হক, সৃজন প্রামাণিক, অরিত্র সাহা, শুভ্রা সিংহ মহাপাত্র, অরিজিৎ মণ্ডল, স্পন্দন মৌলিক, শ্রীজয়ী ঘোষ, পাপড়ি মণ্ডল, সৌপ্তিক মুখোপাধ্যায়, উদিতা রায়, অরিত্র সাঁতরা, পুষ্পক রত্নম, অবন্তিকা রায়, প্রাপ্ত নম্বর ৬৮৮।

তবে জেলার জয়জয়কারের মাঝেও কলকাতা থেকে বাজিমাত করেছে দুজন পরীক্ষার্থী। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে পুষ্পক রত্নম এবং রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল থেকে অবন্তিকা রায়। এ দিন, মহারাজের চরণ স্পর্শ করেই আবেগে কেঁদে ফেলে পুষ্পক।

নবম স্থানে ১৪ জন। দেবাঙ্কন দাস, মৃন্ময় বসাক, অনীক সরকার,  অরিত্রী মণ্ডল, দিশা ঘোষ, ময়ূখ বসু, পরমব্রত মণ্ডল, অয়ান নাগ, অঙ্কুশ জানা, দ্যুতিময় মণ্ডল, ঐশিক জানা, প্রোজ্জ্বল দাস,  অনীশ দাস, তানাজ সুলতানা। প্রাপ্ত নম্বর ৬৮৭। দশম স্থানে ১৬ জন। কৌস্তভ সরকার, আমিনা বানু, উবে সাদাফ, প্রিয়ম পাল, তুহিন হালদা, দেবায়ন ঘোষ, এসকে আরিফ মণ্ডল, সম্যক দাস, স্বাগত সরকার, অয়ন্তিকা সামন্ত, সমন্বয় দাস, বিশ্রুত সামন্ত, সায়ন বেজ, সোহম সাঁতরা, শৌভিক দিন্দা, রাহুল রিক্তিরাজ। প্রাপ্ত নম্বর ৬৮৬।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *