ফোলাভাব উধাও! ফিলার্স সরিয়ে প্রকাশ্যে এলেন উরফি
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বর্তমানে সোশ্যাল মিডিয়া মানেই তিনি। তাঁর পোশাকের কেরামতি নিত্যদিন আলোচনার কেন্দ্রে থাকে। তিনি উরফি জাভেদ। ব্লেড থেকে শুরু করে নিজের ছবি, সব কিছু দিয়েই নাকি তিনি পোশাক তৈরি করে ফেলেছেন! একটা সময় তাঁর কেরিয়ারে এমনও ছিল যখন একের পর এক শো থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে, অথবা তাঁকে নিয়ে শুরু হওয়া শো মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। বিভিন্ন শোতে অতিথি হিসেবে তাঁর ডাক পড়ে। চর্চায় থাকতে বরাবরই ভালবাসেন উরফি, আর তাঁর অনুরাগীরাও অপেক্ষায় থাকেন তাঁকে নিত্যনতুন অবতারে দেখার জন্য।
সম্প্রতি তাঁর সমাজমাধ্যমের একটি ভিডিও দেখে রীতিমতো চোখ কপালে উঠেছিল সকলের। অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছিল তাঁর ঠোঁটের অংশটি। মুম্বইয়ের রাস্তায় তাঁকে মাস্ক পরা অবস্থায় দেখা গিয়েছিল, মুখ আড়াল করে কোনও ছবিশিকারিকে সময় না দিয়েই তিনি দ্রুত গাড়িতে উঠে যান। তবে এই ফোলা মুখের কারণ ছিল ফিলার্স করানো নয়, বরং ফিলার্স সরিয়ে ফেলা। ভিডিও পোস্ট করে উরফি নিজেই জানিয়েছিলেন যে তিনি ৯ বছর পুরোনো ফিলার্স সরাচ্ছেন কারণ সেগুলি নষ্ট হয়ে গিয়েছিল। তিনি আরও বলেছিলেন যে এই প্রক্রিয়াটি খুবই কষ্টের এবং ভবিষ্যতে তিনি চিকিৎসকের পরামর্শ মেনেই ফিলার্স করাবেন, সরাসরি সূচ ফুটিয়ে অকৃত্রিম উপায়ে নয়।

এই ঘটনার পর থেকেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল উরফিকে। তাঁর ফোলা মুখ নিয়ে তৈরি হয়েছিল অসংখ্য মিম এবং ট্রোল। কিন্তু উরফি এই ট্রোলিংকে হাসিমুখে গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, ‘সব ট্রোলিং এবং মিম দেখে, সত্যি বলতে আমি খুব হেসেছি! একইসঙ্গে, তিনি তাঁর নতুন ছবিও প্রকাশ করেছেন, যেখানে তাঁর মুখের ফোলাভাব এবং ঠোঁটের অস্বাভাবিকত্ব একেবারেই কমে গিয়েছে। ছবিতে তাঁকে অনেকটা স্বাভাবিক দেখাচ্ছে। উরফি নিজেই লিখেছেন, ‘এটাই আমার মুখ ফিলার্স বা ফোলাভাব ছাড়া। এমন মুখ বা ঠোঁট দেখতে আমি অভ্যস্ত নই।’ যদিও তিনি এও উল্লেখ করেছেন যে, ছবিতে তিনি একটি লিপ প্লাম্পার ব্যবহার করেছেন। ফিলার্স সরানোর ৯ বছর পর, উরফি এখন তাঁর নতুন রূপে দর্শকদের সামনে এসেছেন, আর তাঁর ভক্তরা এই পরিবর্তন দেখে বেশ ভালই চমকে গিয়েছেন।