‘বক্ষযুগল’ হাতে কানের মঞ্চে ‘বিতর্কিত’ উর্বশী! জানেন কি অভিনেত্রীর এই বিকিনি ক্লাচের দাম কত?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচা মানেই ফ্যাশনের খাতায় একে অপরকে টেক্কা। সৃজনশীলতা, অভিনবত্বের হাত ধরে কেউ কেউ যেমন বাজিমাত করেন, তেমনই কেউ কেউ ডেকে আনেন বিতর্ক। তাকানো যাক উর্বশী রাউতেলার দিকেই। এমনই ‘বিতর্ক’ এবং তিনি যেন একে অপরের পরিপূরক। প্রথমদিন ‘তোতাপাখি’র সাজে নজর কেড়েছিলেন। দ্বিতীয়দিন ভাইরাল তাঁর ছেঁড়া পোশাকে উড়ন্ত চুম্বন। তৃতীয়দিনেও সেই ধারাই বজায় থাকল।

এ বার বক্ষযুগল হাতে কানের মঞ্চে ধরা দিলেন অভিনেত্রী। বিষয়টা খোলসা করেই বলা যাক। বক্ষযুগলের আদলে বহুমূল্যের ব্যাগ নিয়ে হাজির হলেন উর্বশী। অভিনেত্রীর ব্যাগটি ছিল বিলাসী ব্র্যান্ড জুডিথ লিবারের। সোনার বিকিনি টপ ডিজাইনের উপর শোভা পাচ্ছে বহুমূল্যের হার। জানেন কি, এই আকর্ষণীয় ক্লাচের দাম কত? ক্লাচটির দাম ৫,৩১,৬৯৫ টাকা। মুক্তোর সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দিয়েছে মূল্যবান পাথর।