১৪ বছরেই নতুন পালক বিস্ময় ক্রিকেটার বৈভব সূর্যবংশীর, রাষ্ট্রপতির থেকে পেলেন বিশেষ পুরস্কার

0

বয়স মাত্র ১৪। এরমধ্যেই ২২ গজে ঝড় তুলে পরিচিত মুখ বিহারের ছেলে বৈভব সূর্যবংশী। একের পর এক রেকর্ড তাঁর নামে। ছক্কার ফুলঝুরি ফোটাতে ওস্তাদ। বিস্ময় এই ক্রিকেটারের হাতেই উঠল রাষ্ট্রপতি পুরস্কার। দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’এ ভূষিত হলেন বৈভব। নতুন দিল্লিতে এক জমকালো অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর হাতে এই সম্মান তুলে দেন।

মূলত ২০২৫ সালে ক্রিকেটের মাঠে একের পর এক বিশ্বরেকর্ড গড়ার সুবাদে ১৪ বছর বয়সী এই কিশোরকে সর্বোচ্চ এই নাগরিক সম্মানে ভূষিত করা হল। ভারতের কেন্দ্রীয় সরকার সাধারণত ৫ থেকে ১৮ বছর বয়সীদের বিভিন্ন ক্ষেত্রে অনন্য কৃতিত্বের জন্য এই পুরস্কার প্রদান করে। প্রতি বছরই বীর বাল দিবসে সাহসিকতা, শিল্প ও সংস্কৃতি, পরিবেশ, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, সামাজিক কাজ ও ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পুরস্কার দেওয়া হয়। বৈভব সূর্যবংশী গত বছর মাত্র ১৩ বছর বয়সে আইপিএলের মেগা নিলামে ডাক পেয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন।

ভারতের সিনিয়র দলের জার্সি না পেলেও, অনূর্ধ্ব ১৯ ও আইপিএলে দারুণ পারফর্ম করেছেন বৈভব। ভারতীয় এ দলের হয়ে এশিয়া কাপও খেলেছেন।মাত্র ১৪ বছর ১০০ দিন বয়সে যুব ওয়ানডেতে সেঞ্চুরি করে বিশ্বের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান বনে যান। বিজয় হাজারে ট্রফিতে মাত্র ৮৪ বলে ১৯০ রানের এক টর্নেডো ইনিংস খেলেন বৈভব। এই পথে মাত্র ৫৯ বলে ১৫০ রান পূর্ণ করে তিনি লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম দেড়শ রানের বিশ্বরেকর্ড গড়েন।মাত্র ১৪ বছর ২৭২ দিন বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরি করে বৈভব এখন পুরুষদের এই ফরম্যাটে বিশ্বের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।

প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার গ্রহণের জন্য শুক্রবার বিজয় হাজারে ট্রফিতে খেলতে পারেনি বৈভব। তবে এই পুরস্কার তাঁকে ভবিষ্যতে আরও ভাল খেলার অনুপ্রেরণা দেবে বলেই মনে করছেন অনেকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *