রেকর্ড মানেই বৈভব সূর্যবংশী! অস্ট্রেলিয়ায় ছক্কার কীর্তিতে নতুন বিশ্বরেকর্ড
স্পোর্টস ডেস্ক: রেকর্ড গড়ার জন্যই হয়তো ব্যাট হাতে নামেন বৈভব সূর্যবংশী। অথবা, তিনি ব্যাট হাতে নামলেই কোনও না কোনও রেকর্ড হয়ই। বুধবার ব্রিসবেনে অস্ট্রেলিয়া যুব দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬৮ বলে ৭০ রানের ইনিংস খেলেন সূর্যবংশী। এই ইনিংস খেলতে ছক্কা মারেন ৬টি। তাতে যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়লেন ১৪ বছর বয়সী এই ক্রিকেটার। যুব ওয়ানডেতে সূর্যবংশীর ছক্কা এখন ৪১টি। এর আগে সর্বোচ্চ ছক্কা ছিল ভারতের প্রাক্তন ক্রিকেটার উন্মুক্ত চাঁদের। তাঁর ছক্কা ৩৮টি। চাঁদ ২১ ম্যাচ খেলে মেরেছিলেন ৩৮ ছক্কা।
সূর্যবংশী সেই রেকর্ড ভাঙলেন মাত্র ১০ ইনিংসে। পরিসংখ্যান বলছে, যুব ওয়ানডেতে ৫৪০ রান করেছে বৈভব। তার মধ্যে ২৬ শতাংশ রানই এসেছে বাউন্ডারি থেকে। বৈভবের বয়স মাত্র ১৪। তাই আগামী দিনে আরও বেশি ওভার বাউন্ডারি মারার সুযোগ রয়েছে তার। আরও বেশি রেকর্ডেরও। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে যুব ওডিআই সিরিজের প্রথম ম্যাচে সাত উইকেটে জয় পায় ভারতের অনূর্ধ্ব-১৯ দল। বুধবার দ্বিতীয় যুব ওডিআই ম্যাচে বৈভবরা ৫১ রানে জয় পেলেন। ফলে তাঁরা এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলেন। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতের অনূর্ধ্ব-১৯ দল ৪৯.৪ ওভারে ৩০০ রান করে অলআউট হয়ে যায়। জবাবে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল ৪৭.২ ওভারে ২৪৯ রানে অলআউট হয়ে যায়।
কিন্তু ম্যাচ নয়, আলোচনায় বৈভবের রেকর্ডই। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএল নিলামে দল পেয়েছিল বৈভব। আইপিএলের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে শতরান করে তাক লাগিয়েছেব অতীতে। বিশ্বক্রিকেটে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়া বোলারদের তালিকায় তৃতীয় স্থানে বৈভব।যুব ওডিআইতে ৫২ বলে দ্রুততম সেঞ্চুরি করে পাকিস্তানের কামরান গুলামের রেকর্ড ভেঙেছেন।একই ইনিংসে ভারতের হয়ে এক ম্যাচে সর্বাধিক ১০টি ছক্কাও হাঁকান। বৈভব সূর্যবংশী এর আগে রনজি ট্রফির ইতিহাসেও নিজের নাম লিখিয়েছেন। মাত্র ১২ বছর ২৮৪ দিন বয়সে মুম্বইয়ের বিপক্ষে রঞ্জিতে অভিষেক করেন তিনি, যা এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড।