এশিয়া কাপের রাইজিং স্টার দলে ১৪ বছরের বৈভব, সুযোগ পেল বাংলার ১ ক্রিকেটার

0

রাইজিং স্টারস এশিয়া কাপের টি–টোয়েন্টি টুর্নামেন্টে ভারতীয় দল ঘোষণা। আর তাতেই জ্বলজ্বল করছে ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রঞ্জি খেলছেন, সেখানেও টি২০ মেজাজে ব্যাটিং করছেন বৈভব। না ডেকে উপায় কী! বৈভব সূর্যবংশী বিহার দলের সহ অধিনায়ক। মেঘালয়ের বিরুদ্ধে ৬৭ বলে ৯৩ রানের ইনিংস খেলেছে বৈভব।নিংসে রয়েছে ৯টা চার ও চারটে ছক্কা। ১৩৮.৮০ স্ট্রাইক রেট।

ভারত ‘এ’ দলের অধিনায়ক হয়েছেন ভারতের মূল টি–টোয়েন্টি দলের উইকেটকিপার–ব্যাটসম্যান জিতেশ শর্মা। অবশ্য ১৫ জনের দলে একা বৈভবই নয়, আইপিএলে আলো ছড়ানো আরও অনেক তরুণ আছেন এই দলে। ওপেনার প্রিয়াংশ আর্য, নেহাল ওয়াধেরা, নমন ধীর, রমণদীপ সিং, আশুতোষ শর্মা—সবাই পরিচিত মুখ। বাংলার অভিষেক পোড়েলও ডাক পেয়েছেন এই দলে।  এই টিমে অবশ্য জায়গা পাননি গত কয়েক মাস ধরে ভাল ফর্মে থাকা আয়ুষ মাহত্রে।
এই টুর্নামেন্ট আগে পরিচিত ছিল ‘এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপ’ নামে। এবারই প্রথম হচ্ছে টি–টোয়েন্টি সংস্করণে। ভারতের প্রাক্তন স্পিনার সুনীল যোশিকে দলের কোচ করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত কাতারের দোহার ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ভারত সহ মোট সাতটি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ভারত গ্রুপ বি তে রয়েছে। এই গ্রুপে অন্য দলগুলি হলো ওমান, সংযুক্ত আরব আমিরশাহী ও পাকিস্তান এ। গ্রুপ এ তে রয়েছে আফগানিস্তান এ, বাংলাদেশ এ ও শ্রীলঙ্কা এ।

যুব এশিয়া কাপের ভারতীয় স্কোয়াড —
প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, নেহাল ওয়াদেরা, নমন ধীর (সহ-অধিনায়ক), সূর্যাংশ শিডগে, জীতেশ শর্মা (অধিনায়ক, উইকেটকিপার), রমনদীপ সিং, হর্ষ দুবে, আশুতোষ শর্মা, যশ ঠাকুর, গুরজপনীত সিং, বিজয় কুমার বিশাখ, যুধবীর সিং চরক, অভিষেক পোড়েল (উইকেটকিপার), সূয়াশ শর্মা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *