‘অত সহজ’! সৌরভের প্রতিক্রিয়ার পরও সরল ফাইনাল, বঞ্চিত ইডেন

‘অত সহজে সরে যাওয়া যায়’! আইপিএল ফাইনাল ইড়েন থেকে সরতে পারে এমন সম্ভাবনায় এই প্রতিক্রিয়ায় দেখিয়েছিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু জোর যখন যার…। আশঙ্কাই সত্যি হয়েছে। ইডেনের সামনে বিক্ষোভ, সিএবির আর্জির পরেও ঠিকই সরে গেল ইডেন থেকে ফাইনাল। অথচ গতবার কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার ফাইনাল হওয়ার কথা ছিল ক্রিকেটের নন্দন কাননেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে যে সূচি দেওয়া হয়েছিল সেই মোতাবেক, ফাইনাল হওয়ার কথা কলকাতাতেই। উদ্বোধনী ম্যাচও হয়েছিল ইডেন গার্ডেন্সে। মঙ্গলবারই আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর বিসিসিআই জানিয়ে দিল, ইডেনে নয়, আইপিএলের গ্র্যান্ড ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। মূলত আবহাওয়া ও অন্যান্য সবকিছু বিচার বিবেচনা করেই এই ভেন্যু ঠিক করেছে বিসিসিআই। আহমেদাবাদে শুধু ফাইনালই নয়, দ্বিতীয় কোয়ালিফায়ারও হবে সেখানেই। কোয়ালিফায়ার ওয়ান এবং এলিমিনেটর খেলা হবে পঞ্জাব কিংসের হোম গ্রাউন্ড মুল্লানপুর স্টেডিয়ামে। ইডেনের মতোই বিবেচনায় পর বাদ রাখা হল হায়দরাবাদ স্টেডিয়ামকেও। সেখানকারই দুটো ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হল মুল্লানপুরে।
অপারেশন সিঁদুর-এর পরই নতুন করে সূচি প্রকাশ করে আইপিএল কর্তৃপক্ষ। তখন গ্রুপ পর্বের ভেন্যুর কথা জানালেও, উল্লেখ ছিল না প্লে অফের ভেন্যু। ফাইনালও পিছিয়ে ৩ জুন করা হয়। তখনই সূত্রের খবর অনুযায়ী কলকাতা যে পাবে না ফাইনাল সেই খবর ছড়িয়ে যায়। কারণ হিসেবে আবহাওয়াকেই দেখানো হয়। কারণ, জুন মাসে বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে কলকাতায়, এমনই আশঙ্কা প্রকাশ করেন বিসিসিআইয়ের কর্তারা। এরপরই কোমর বেঁধে নামে সিএবি। ক্রিকেটপ্রেমীরা বিক্ষোভও দেখায় স্টেডিয়ামের বাইরে। ফাইনাল করতে প্রস্তুত এমন আর্জি জানিয়ে চিঠিও পাঠায় সিএবি, সে’কথাই জানান সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। কিন্তু সবই জলে গেল। কলকাতা নাইট রাইডার্স এবার গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। তাদের দু’দুটি ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টিতেই। তাতেই পয়েন্ট তালিকায় ফারাক গড়ে দেয়। বিসিসিআই চাইছে না একবার থমকে যাওয়ার পর, আরও সময় নষ্ট হোক আইপিএল টুর্নামেন্ট শেষ হতে। কারণ, এমনিতেই আন্তর্জাতিক ম্যাচ থাকায় একাধিক ক্রিকেটারকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিরা।