প্রয়াত ‘পদ্মশ্রী’ অভিনেতা! ৮৩ ছুঁয়েই চলে গেলেন দক্ষিণী অভিনেতা কোটা শ্রীনিবাস রাও
এন্টারটেইনমেন্ট ডেস্ক: তিন দিন আগেই ৮৩-তে পা দিয়েছেন। প্রয়াত বর্ষীয়ান তেলুগু অভিনেতা কোটা শ্রীনিবাস রাও। রবিবার হায়দরাবাদের ফিল্মনগরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রেখে গেলেন স্ত্রী রক্মিণী ও তিন সন্তানকে।
দীর্ঘদিনের কর্মজীবন। ১৯৭৮ সালে তেলুগু ছবি ‘প্রণাম খারিদু’তে অভিনয়েই তাঁর রুপোলি পর্দায় অভিষেক। চার দশকেরও বেশি অভিনয় জীবনে সময়ে সব মিলিয়ে ৭৫০-রও বেশি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তামিল, হিন্দি, কন্নড়, মালয়ালম ছবিতেও দেখিয়েছেন দাপট। ঝুলিতে একাধিক পুরস্কার। ‘পদ্মশ্রী’ সম্মানেও ভূষিত হয়েছেন এই কিংবদন্তি। অভিনয়ের পাশাপাশি মুনশিয়ানা দেখিয়েছেন রাজনীতির ময়দানেই। ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত অন্ধপ্রদেশের পূর্ব বিজয়ওয়াড়ার বিধায়ক ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন, রাজনীতি- দুই শিবিরেরই মানুষ।