‘সবে দু’টো ছবি হয়েছে, এখনও…’ শিবপ্রসাদকে কী কথা দিয়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বড় পর্দায় যাঁর যাত্রা শুরু হয়েছিল সত্যজিৎ রায়ের নায়ক হিসেবে, সেই ‘শতরঞ্জ কী খিলাড়ি’ দীর্ঘদিন প্রবাসে থাকলেও বাঙালিয়ানা কমেনি একচুলও। কথা হচ্ছে বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। দীর্ঘ সময়ের পর আবারও বাংলা ছবিতে কাজ শুরু করেছেন তিনি। এর আগে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ছবি ‘রক্তবীজ’-এর অন্যতম আকর্ষণ ছিলেন তিনি। এ বার দর্শকদের প্রত্যাশা এই ছবির সিক্যুয়েল নিয়ে।

বুধবার সকালেই মন ভাল করা খবর দিলেন পরিচালক নিজেই। জানালেন, ‘রক্তবীজ ২’তেও থাকছেন এই কিংবদন্তি শিল্পী। আর থাকবেন নাই বা কেন, শিবু-নন্দিতাকে যে কথা দিয়েছিলেন তিনি। অলিখিতভাবেই যেন ‘ইউন্ডোজ প্রোডাকশন’-এর সঙ্গে পাঁচটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়ে গিয়েছেন তিনি।

এ দিন প্রবীণ অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করেন শিবপ্রসাদ। ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করছেন তিনি। চিত্রনাট্য পাঠ করে শোনানোর দিন ক্যামেরাবন্দি হয়েছিল এই মুহূর্ত। সে দিনেরই একটি কথোপকথন তুলে ধরলেন পরিচালক।

তিনি লেখেন, “‘রক্তবীজ’-এর পর আরও একবার প্রবাদপ্রতিম শিল্পী ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করার সুযোগ হল। ‘রক্তবীজ ২’ এ বার পুজোয় বড় পর্দায়। এই ছবিটা তোলা হয়েছিল স্যারকে যেদিন চিত্রনাট্য পড়ে শোনাতে গিয়েছিলাম। আশীর্বাদ করে বলেছিলেন, ‘আরও ভাল কাজ করো, বড় হও’। বলছিলেন, ‘আর কি পারব কাজ করতে?’ আমি বললাম, ‘কথা দিয়েছেন পাঁচটা সিনেমা করবেন আমাদের সঙ্গে। সবে দু’টো হয়েছে। আর তিনটে বাকি।'”

২০২৩ সালের মুক্তি পায় ‘উইন্ডোজ’ প্রযোজনা সংস্থার থ্রিলার ঘরানার ছবি ‘রক্তবীজ’। সেই বছরও শিবু-নন্দিতার পাখির চোখ ছিল দুর্গা পুজো। বক্সঅফিসেও সফল হয় এই ছবি। তার পরেই ইঙ্গিত মিলেছি ছবির সিক্যুয়েলের। অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের মার্চ মাসে শুরু হয় ছবির শুটিং। এই বছর আবারও পুজোর অপেক্ষা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *