দিনের পর দিন মহিলাকে হেনস্থা, ‘নম্র-ভদ্র’ বিজয় সেতুপতির এ কোন রূপ!
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
দক্ষিণী সিনেমার জগতে বেশ সুনাম তাঁর। একের পর এক হিট ছবির তালিকা দীর্ঘ। একই সঙ্গে মাটি শক্ত করেছেন বলিউডেও। সেই বিজয় সেতুপতির বিরুদ্ধেই উঠল হেনস্থার অভিযোগ। সর্বসমক্ষেই বিজয়ের বিরুদ্ধে আঙুল তুললেন রাম্যা মোহন নামে এক মহিলা। দীর্ঘদিন ধরে নাকি এক মহিলা হেনস্থার শিকার হয়েছে জনপ্রিয় অভিনেতার। এমনকি সেই মহিলার অবস্থা এমনই যে বর্তমানে তাঁর ঠাঁই হয়েছে পুননির্বাসন কেন্দ্রে।
নিজের এক্স হ্যান্ডেলে এমনই এক বিস্ফোরক টুইট করেছিলেন অভিযোগকারিণী রাম্যা। তিনি লিখেছিলেন, “কলিউডের ড্রাগ এবং কাস্টিং কাউচের সংস্কৃতি মোটেই মজার বিষয় নয়। আমার পরিচিত একজন, যিনি বিনোদন দুনিয়ার বেশ পরিচিত মুখ, তাঁকে এমন একটা জগতে ঠেলে ফেলা দেওয়া হয়েছে, তা ওঁ হয় তো কখনওদিন কল্পনাও করেননি। এখন ওঁ পুননির্বাসন কেন্দ্রে রয়েছেন।” এখানেই থেমে থাকেননি তিনি, ওই মহিলা লেখেন, ‘যৌন হেনস্থা থেকে টাকা পয়সার তছরুপ— এমন অনেককিছুর সঙ্গেই যুক্ত বিজয় সেতুপতি। অথচ সমাজমাধ্যমে সাধু সেজে থাকেন তিনি। আর এটা কেবলমাত্র একজনের গল্প নয়। মিডিয়া এমন অনেক মানুষকে ভগবানরূপে পুজো করে থাকে, যাঁদের আসল রূপ একেবারেই অন্য।’ যদিও সেই টুইট খুব বেশি ক্ষণ থাকেনি এক্স হ্যান্ডেলে। কিছু ক্ষণের মধ্যে মুছে দেওয়া হয়।

যদিও এই বিস্ফোরক মন্তব্যের পর কটাক্ষের শিকার হতে হয়েছে রাম্যাকেও। পরে আরও একটি টুইট করেন তিনি। রাম্যা লেখেন, ‘ভাবতেও অবাক লাগে, কিছু কাপুরুষ তাঁরই সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, যিনি হেনস্থার শিকার হয়েছেন। এটা কোনও কল্পকাহিনি নয়। এটা ওই মেয়েটির জীবনের যন্ত্রণা।’
সমাজমাধ্যমে এই পোস্ট ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। চিরচেনা অভিনেতা সম্পর্কে এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছেন অনুরাগীরা।