শুভমনের মিস্ট্রি গার্লফ্রেন্ডকে লাইক, বিরাট বিড়ম্বনার মধ্যেই জবাব কোহলির

0


বিরাট কোহলি এবারের আইপিএলে যে ফর্মে রয়েছেন, তাতে তাঁকে নিয়ে চর্চা হবে এটাই স্বাভাবিক। অনেকেই মনে করছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ট্রফি জিততেই পারেন। তা নিয়ে নেটিজেনরা চোখ সরাতে পারছেন না বিরাট কোহলির দিক থেকে। এরমধ্যেই মাঠের বাইরে এমন এক কাণ্ড ঘটেছে, তাতে কোহলি হয়ে উঠেছেন বিরাট চর্চার বিষয়। রীতিমতো ট্রোলিংয়েরও শিকার হতে হয়েছে তাঁকে। বাধ্য হয়েই মুখ খুলেছেন ভারতীয় এই সুপারস্টার ক্রিকেটার।

বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। ইনস্টাগ্রামের সেই ছবিতে যেখানে দেখা যায়, তিনি ভারতীয় টিভি অভিনেত্রী অভনীত কৌরের ছবিতে লাইক করেছেন। এরপরই অনুরাগীদের মধ্যে প্রশ্ন জাগে, তবে কি অভনীত ও বিরাটের মধ্যে কি তবে বন্ধুত্ব রয়েছে? অনেকেই আবার অখ্যাত অভিনেত্রীর ছবিতে তার লাইক মানতে পারছেন না। অনেকেই মনে করছেন,  শুভমন গিলের এই মিস্ট্রি গার্লফ্রেন্ডের সঙ্গেই হয়তো নতুন সম্পর্ক জুড়েছেন বিরাট কোহলি। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন শুভমন ও অভনীতকে একসাথে দেখতে পাওয়া গিয়েছিল। নেটিজেনদের গুঞ্জনে বিরাট বুঝতে পেরেছেন বিশাল ভুলটাই তিনি করে ফেলেছেন।

অভিনেত্রীর ছবিতে তার লাইক দেওয়া নিয়ে সমালোচনা শুরু হতেই ব্যাখ্যা দিয়েছেন কোহলি। বিরাট সমাজ মাধ্যমে বিষয়টির খোলাসা ও করেছেন। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘ফিড পরিষ্কার করার সময় অ্যালগোরিদমের জন্য ভুল করে এমন কিছু ঘটে গিয়েছে। এটা করার পিছনে আমার কোনো উদ্দেশ্য ছিল না, সবাইকে অনুরোধ করছি এটা নিয়ে কোনো বাড়তি চর্চা না চালানোই ভালো। আশা করি বিষয়টা সকলেই বুঝতে পারবেন।’ গত কয়েক মাস সমাজ মাধ্যম থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন কোহলি।কিন্তু বলিউড অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মার জন্মদিন ‍উপলক্ষ্যে দীর্ঘদিন পর গত বৃহস্পতিবার তিনি ভালোবাসামাখা একটি পোস্ট করেন। সেই পোস্টটি নেটিজেনদের কাছে প্রশংসা পেয়েছিল। অনুষ্কার প্রতি বিরাটের ভালোবাসা প্রকাশের ধরন দেখে মুগ্ধ হয়েছেন অনেকে। কিন্তু তার কিছু সময় পরেই আরেক অভিনেত্রীকে কেন্দ্র করে তাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *