লজ্জা ফিরল গম্ভীরের কোচিংয়ে, কিউয়িদের কাছে ঘরের মাঠে ভারতের ওডিআই সিরিজ হার
বিরাট কোহলির দুরন্ত সেঞ্চুরি। কিন্তু ভারত এরপরও জিততে ব্যর্থ। ঘরের মাঠে টেস্টের পর একদিনের সিরিজও হাতছাড়া টিম ইন্ডিয়ার। লজ্জিত হবেন নিশ্চয়ই গৌতম গম্ভীর। ১৯৮৭ সালের পর এই প্রথম কোনও সফরকারী দল ভারতের মাটিতে একই সফরে টেস্ট এবং ওয়ান ডে, উভয় সিরিজই জয়ের নজির গড়ল।
ইন্দোরে তৃতীয় ওয়ান ডে ম্যাচে বিরাট কোহলির দুর্দান্ত শতরান এবং হর্ষিত রানার অলরাউন্ড পারফরম্যান্স সত্ত্বেও নিউজিল্যান্ডের কাছে ৪১ রানের ব্যবধানে হার মানতে হল টিম ইন্ডিয়াকে। এই হারের ফলে ১-২ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস গড়ল কিউয়িরা। নিউজিল্যান্ড এই প্রথম ভারত সফরে এসে ওডিআই সিরিজ জিতে নিয়ে গেল। ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপ্সের জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে তোলে ৮ উইকেটে ৩৩৭ রান তোলে। জবাবে বিরাটের সেঞ্চুরি সত্বেও ভারত ২৯৬ রানে অলআউট হয়ে যায়।
টস জিতে ভারত প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেন শুভমন গিল। ম্যাচের শুরুটা ভালোই করেছিল ভারত। প্রথম ওভারেই বাঁহাতি পেসার অর্শদীপ সিং শূন্য রানে আউট করেন ওপেনার হেনরি নিকোলসকে। দ্বিতীয় ওভারে হর্ষিত রানা ফিরিয়ে দেন ডেভন কনওয়েকে। ৫৮ রানে ৩ উইকেট হারায় কিউয়িরা। এরপর ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপ্স। চতুর্থ উইকেটে ২১৯ রানের দুর্দান্ত জুটি গড়ে। ফিলিপ্স ৮৮ বলে ১০৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। মিচেল ১৩১ বলে ১৩৭ রান করেন। ৩টি করে হর্ষিত ও অর্শদীপ উইকেট পেলেও নিউজিল্যান্ড রানের পাহাড় গড়ে।
জবাবে ওপেনিং জুটিই নড়বড়ে হয়ে যায়। রোহিত শর্মা (১১) ও শুভমন গিল (২৩) দ্রুত ফিরে যান। এরপর দায়িত্ব নেন বিরাট কোহলি। একদিক ধরে রেখে ইনিংস এগিয়ে নিয়ে যান। ১০৮ বলে ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১২৪ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। অন্যদিকে শ্রেয়স ৩, রাহুল ১ করে ফিরলে অর্ধশতরানের ইনিংস খেলে প্রতিরোধ করেন নীতীশ কুমার রেড্ডি। জাদেজা ১২ রানে ফিরলে হর্ষিত রানা ৫২ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত কোহলি আউট হতেই ভারতের জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়।
