‘তুরস্ক, আজারবাইজানে আর শো নয়’, ভারত-পাক সংঘর্ষে কঠোর সিদ্ধান্ত বিশাল মিশ্রের
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারত-পাক সংঘর্ষে উত্তপ্ত দেশ। এমন পরিস্থিতিতে নিজেদের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন ভারতীয় শিল্পীরা। এর আগে নিজেদের অনুষ্ঠান বাতিল করেছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল-সহ অন্যান্যরা। এ বার কঠোর পদক্ষেপ করলেন বিশাল মিশ্র।
এই সংঘর্ষে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক এবং আজারবাইজান। প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে তারা। এই প্রসঙ্গেই প্রতিবাদে ফেটে পড়লেন সঙ্গীতশিল্পী। সর্বসমক্ষে জানালেন, তুরস্ক, আজারবাইজানে অনুষ্ঠান করতে কোনওদিন যাবেন না তিনি।

সমাজমাধ্যমে গায়কের পোস্ট, ‘তুরস্ক এবং আজারবাইজানে কোনও দিন যাব না। কোনও অনুষ্ঠান নয় সেখানে। এটাই আমার কথা।’ গায়কের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনুরাগীরাও।