ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে প্রথমবার! ওয়েস্ট ইন্ডিজের বিরল রেকর্ড

0




একসময় যে দেশ পেস বোলিং করেই মুগ্ধ করত গোটা বিশ্বকে, সেই দেশই স্পিনার খেলিয়ে বিরল ও অদ্ভুত রেকর্ড করে বসল। যা ছোঁয়া সম্ভব কিন্তু ভাঙা সম্ভব নয়। মিরপুর শেরে বাংলার পিচ বলেই সম্ভব! ওয়ানডে ম্যাচে ৫০ ওভারের পুরোটাই করলেন স্পিনাররা। তাতে হয়ে গেলো বিশ্বরেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের নাম লেখা হলো ইতিহাসের পাতায়। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে প্রথমবার এমন নজির দেখা গেল।
ওয়ানডে ক্রিকেটে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৪৪ ওভার স্পিন বোলিং করানোর রেকর্ড ছিল। যার মধ্যে ৩ বার ৪৪ ওভার স্পিন বল করিয়েছে শ্রীলঙ্কা। নেদারল্যান্ডসের বিপক্ষে ওমান একবার করিয়েছিল ৪৩ ওভার ৩ বল। আর শ্রীলঙ্কা ৪৩ ওভার স্পিন বল করিয়েছে ৫ বার। তবে ওয়েস্ট ইন্ডিজ এবার ৫০ ওভার স্পিন করিয়ে সবাইকে ছাড়িয়ে গেল।
প্লেয়ার্স লিস্ট দেখেই বোঝা যাচ্ছিল, খেলা হবে স্পিনারদের। বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ দুই দলেই স্পিনারের ছড়াছড়ি। মিরপুরের কালো উইকেটে স্পিন ছাড়া বিকল্প নেই—এটা প্রথম ওয়ানডের পর আর বুঝতে বাকি ছিল না ওয়েস্ট ইন্ডিজের। এ কারণে দ্বিতীয় ওয়ানডের আগেই উড়িয়ে আনা হয় বিশেষজ্ঞ স্পিনার আকিল হোসেনকে। এছাড়াও ছিল তিন স্পেশালিস্ট স্পিনার। শেষ পর্যন্ত স্পিনারদের দিয়েই গোটা ইনিংস শেষ করল ক্যারিবিয়ানরা।
তবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ খেলা গড়িয়েছে রুদ্ধশ্বাস পর্যায়ে। সুপার ওভারে হয়েছে নিষ্পত্তি। সেখানে অবশ্য হেরেই গেছে বাংলাদেশ। সুপার ওভারে এক উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। তাতে ১ রান আগেই থামে বাংলাদেশ। এই প্রথম সুপার ওভারে হারের স্বাদ পেল বাংলাদেশ। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে এই সুপার ওভারের লড়াই জিতে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান করেছে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *