সৃজিতের সঙ্গে প্রেমচর্চা, এর মাঝেই কাছের বন্ধুর থেকে কী উপহার চেয়ে নিলেন সুস্মিতা?
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
পেশাগত জীবন হোক বা ব্যক্তিগত জীবন, বেশ কিছু দিন ধরেই চর্চায় রয়েছেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। সম্প্রতি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্ব নিয়েও কম আলোচনা হয়নি। যদিও এই প্রসঙ্গে তিনি সাফ জানিয়েছেন, তিনি এবং সৃজিত কেবলই ভাল বন্ধু। তা হলে বিশেষ বন্ধুকে কি আদৌ খুঁজে পেলেন সুস্মিতা। সামনেই তো পুজোর মরশুম। কাছের বন্ধুর থেকে কী উপহার চাইলেন অভিনেত্রী?
সুস্মিতার কাছে আডিশনের তরফে প্রশ্ন রাখা হয়েছিল, ‘কাছের বন্ধুর থেকে কি কিছু উপহার আশা করা হয়েছে?’ অভিনেত্রী হেসে উত্তর দেন, “কাছের বন্ধু হলে তো উপহার দেওয়াই উচিত। আমার কাছের বন্ধুর সংখ্যা অনেক। তাঁদের প্রত্যেকের কাছ থেকে যদি একটা করে শাড়ি উপহার পাই, তা হলে খুব ভাল হয়।”
শুধুই কি বন্ধু? সুস্মিতার জীবনে ‘বিশেষ মানুষ’ কি আছেন? প্রশ্ন করতেই একগাল হাসি অভিনেত্রীর। ভুল সংশোধন করে বলেন, “বিশেষ কাছের মানুষ বলে কেউ নেই। বন্ধু আছে। তবে কাছের মানুষটাকে খুঁজছি।” অভিনেত্রী জানান, কাছের বন্ধুদের থেকে বুক ভরা ভালবাসা ছাড়া আর কিছুই চেয়ে নিতে চান না তিনি।
খুব শীঘ্রই সুস্মিতাকে দেখা যাবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে। এই ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গেই চর্চায় উঠে এসেছিল তাঁর নাম। ছবির হাত ধরেই যেন সখ্য বেড়েছে তাঁদের। পরিচালকের সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছিলেন, ‘স্যর আঁখো পর’। তাতেই যেন তরঙ্গের গতিতেই ছড়িয়েছে দু’জনের ‘প্রেমচর্চা’!
যদিও এই প্রসঙ্গে অভিনেত্রীর স্পষ্ট মতামত, তিনি এবং সৃজিত কেবলই ভাল বন্ধু। সম্প্রতি একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুস্মিতা বলেন, “উই আর জাস্ট ক্লোসড ফ্রেন্ডস। আমি আর সৃজিত খুব ভাল বন্ধু। এর থেকে বেশি আমি আর কী বলব! যে যা লিখছেন, আমার সেই নিয়ে কিছু বলার নেই।”