‘আমি,দেব এবং…’, পুজোর ছবি ঘোষণা হতেই কী বললেন শুভশ্রী?

0

গত ২৪ ঘণ্টায় তোলপাড় সমাজমাধ্যম। ছুটির মেজাজ এখনও কাটেনি। এরমধ্যেই বড় ঘোষণা করেছেন দেব। ১০ বছর পরে বড়পর্দায় দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তনের ঘোর এখনও কাটেনি অনুরাগীদের। পুরনো নায়কের সঙ্গে ফের জুটি বাঁধা প্রসঙ্গে কী প্রতিক্রিয়া নায়িকার? নতুন ছবি নিয়ে এখনও পর্যন্ত নায়কের তরফে মেলেনি কোনও উত্তর। কিন্তু অন্য দিকে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির হল ভিজিটে এসে চুপ থাকতে পারলেন না শুভশ্রী। প্রশ্ন উঠতেই সটান জবাব নায়িকার।
পুজোয় দেবের সঙ্গে ফেরা এই প্রশ্ন উঠতে হাসতে হাসতে নায়িকার জবাব, “এই খবরটা এখন আপনারা উপভোগ করুন। যতটা বলা যায়, ততটাই আমরা বলতে পেরেছি। বাকিটা সময়মতো একে একে ঠিক আসবে। আপাতত এই মুহূর্তটা সবাই উপভোগ করুক। আমরা একটু চুপ থাকি। ১০ বছর পরে ধূমকেতুর অনুষ্ঠানে যে ভালবাসা দেখেছি আমি, দেব এবং সবাই। এমনকি ছবি মুক্তির পরেও ভালবাসা পেয়েছি। তার ফলে আমরা অবশ্যই বিশ্বাস করি মানুষ আমাদের খুবই ভালবাসে।” শুক্রবার নতুন ছবির খবর ঘোষণার পরে অনেকে ভেবেছিলেন, সম্ভবত ‘খাদান ২’ ছবিতে এই জুটিকে দেখা যাবে। কিন্তু সেটা যে হচ্ছে না তা নায়ক কিছু ক্ষণ পরেই খোলসা করে দেন। কিন্তু ছবির প্রযোজক বা পরিচালকের প্রসঙ্গে এখনও কোনও কথা স্পষ্ট করেননি দেব। শোনা যাচ্ছে, ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’-এর প্রযোজনায়ই এই ছবি তৈরি হবে।


‘ধূমকেতু’ ছবির মাধ্যমে আবার এক হয়েছেন প্রিয় জুটি। ছবি প্রচার ঝলকের অনুষ্ঠানেই প্রশ্ন উঠেছিল আবার কবে দেখা যাবে এই জুটিকে। নায়ক জবাব দিয়েছিলেন, কেউ সে ভাবে এগিয়ে আসেননি। সে সময় কৌশিক গঙ্গোপাধ্যায় হাসতে হাসতে বলেছিলেন, “এ কথা বলে নিজেরাই বিপদে পড়লি।” মজার ছলের সেই কথোপকথন কিছুটা বাস্তবায়িত হচ্ছে তা শুনে পরিচালকও খুশি। তবে দর্শকের এখন একটাই কৌতূহল এই ছবি পরিচালনার দায়িত্বে থাকছেন কে?

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *