ভাল বন্ধুত্ব না অ্যাডজাস্টমেন্ট, গৌরব-অরুণিমার কাছে সুখী দাম্পত্যের চাবিকাঠি কী?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বিয়ের পরে ঠিক কী হয়? প্রেম শেষ হয়ে যায়? নাকি গল্প শুরু সেখান থেকেই?
ফ্রাইডে ওটিটির নতুন ওয়েব সিরিজ ‘বিবাহ অন্তঃপর’ সেই প্রশ্নই তোলে দর্শকের সামনে। সাত পর্বের এক অদ্ভুত, হাস্যকর, কোর্টরুম ড্রামা—যেখানে ঋজু ও রাইয়ের বিয়ের পরে শুরু হয় দ্বন্দ্ব… তবে বিচ্ছেদের জন্য নয়, বরং দু’পক্ষের পরিবারের মধ্যে লড়াই, যা নিয়ন্ত্রণ, অহংবোধ ও মতাদর্শের প্রশ্ন তোলে, অর্থাৎ ‘কে কত বড়’—তা প্রমাণ করার লড়াই।

ট্রেলারে একদিকে যেমন হাসির রোল, অন্যদিকে তেমনই চোখ টেনে নেয় এক বিচিত্র বাস্তব—সুখী দাম্পত্যের ভিত তৈরি হয় একটুকরো বন্ধুত্ব দিয়ে, যেখানে সমঝোতা, শ্রদ্ধা আর বোঝাপড়ার জায়গা না থাকলে সম্পর্ক টিকতে পারে না।
পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়ের এই ওয়েব সিরিজ যেন বিয়ে নিয়ে প্রচলিত সমস্ত কল্পনার বিরুদ্ধে গিয়ে এক আধুনিক প্রেক্ষাপট তুলে ধরে—যেখানে প্রেম আছে, তর্ক আছে, আবার ঠোঁটের কোণে অল্প একটু মনখারাপও লুকিয়ে।

রূপা দত্তর ক্যামেলিয়া প্রোডাকশনসের প্রযোজনায় এই সিরিজে রয়েছেন অরুণিমা ঘোষ, গৌরব চক্রবর্তী, আশিম রায় চৌধুরী, মৌ ভট্টাচার্য, গৌতম মুখোপাধ্যায়, অলোক সান্যাল, তনিষ্কা তিওয়ারির মতো একঝাঁক পরিচিত মুখ। চিত্রনাট্য, সংলাপ ও কাহিনি লিখেছেন সোমনাথ রায় ও অরিন্দম গুহ। সাভির সুর দেওয়া গানগুলোও মন ছুঁয়ে যাবে।
‘বিবাহ অতঃপর’ কেবল হাসাতে নয়, একসঙ্গে ভাবাতেও তৈরি।সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠি, ভালো বন্ধুত্ব, আর যেখানে ভালোবাসা থাকে, সেখানে ঝগড়াও থাকে। বিয়ের পর মানিয়ে নেওয়াটা জরুরি।
জুলাইয়ের শেষে স্ট্রিমিং শুরু, শুধু ফ্রাইডে ওটিটি-তে।