সৃজিতের হাত ধরেই হিয়ার সঙ্গে আলাপ রাহুলের, শাশ্বত-কন্যাকে দেখেই ‘দিলখুশ’ হয়েছিল পরিচালকের!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: দাদু শুভেন্দু চট্টোপাধ্যায় এবং বাবা শাশ্বত চট্টোপাধ্যায়ের পর এ বার বংশের তৃতীয় প্রজন্ম। দর্শকমহলের আকর্ষণ এখন নবগতা হিয়া চট্টোপাধ্যায়ের দিকেই। রাহুল মুখোপাধ্যায়ের হাত ধরে টলিউডে হাতেখড়ি হতে চলেছে তাঁর। নেপথ্যে পরিচালকের নতুন ছবি ‘মন মানে না’। গত সোমবারই শুভ মহরতের মাধ্যমে শুরু হল যাত্রা।

শুরু থেকে কি শাশ্বত-কন্যার কথাই মাথায় ছিল রাহুলের? আডিশনের তরফ থেকে প্রশ্ন করতেই সহমত পোষণ করেন পরিচালক। তবে জানেন কি, ‘মন মানে না’ নয়, এর আগে হিয়ার সঙ্গে আরও একটি ছবি করার কথা হয়েছিল রাহুলের।

এ দিন, আডিশনের সঙ্গে নতুন ছবি নিয়ে গল্প-আড্ডার মাঝে রাহুল বলেন, “এই সবকিছুর কৃতিত্ব যায় সৃজিত মুখোপাধ্যায়ের কাছে। সৃজিতদাই আমার সঙ্গে প্রথম আলাপ করায় হিয়ার। ‘দিলখুশ’ ছবি করার সময়েই হিয়ার কথা ভেবেছিলাম। তবে শেষ পর্যন্ত ওর সঙ্গে কাজ করে ওঠা হয়নি কারণ ওর সেই সময় পরীক্ষা চলছিল।”

তবে নবাগতা হলেও হিয়ার প্রশংসায় পঞ্চমুখ পরিচালক। রাহুল বলেন, “খুবই প্রতিভাবান একজন অভিনেত্রী। দারুণ অভিনয় করার পাশাপাশি নাচেও পারদর্শী। ওর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।”

ছবিতে হিয়ার সঙ্গেই দেখা যাবে জনপ্রিয় বলি তারকা ঋত্বিক ভৌমিককেও। ‘খাকি ২’-এর পর যেন তাঁর জনপ্রিয়তা এই মুহূর্তে মধ্যগগনে। ‘মন মানে না’র হাত ধরেই বাংলা ছবির জগতে অভিষেক হতে চলেছে তাঁর। পাশাপাশি ছবিতে নজর কাড়বে ‘প্রেম টেম’ ছবি খ্যাত জুটি, সৌম্য মুখোপাধ্যায় এবং শ্বেতা মিশ্রও।

বাধা কাটিয়ে নতুন করে কাজে ফিরতে পেরে খুশি পরিচালকও। নতুন কাজ নিয়ে আডিশনকে তিনি বলেন, “এতদিন পর আবার ছবি বানাচ্ছি। খুবই উত্তেজিত। ‘মন মানে না’র চিত্রনাট্য আমার খুব পছন্দের। নতুন প্রজন্মকে ঘিরে তৈরি এই ছবি দর্শকদের ভাল লাগবে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *