লালবাজারের মিটিংয়ে কেন অনুপস্থিত দেব? প্রশ্ন উঠতেই চাঁচাছোলা উত্তর স্বরূপ বিশ্বাসের
২০২৫-এ ‘স্ক্রিনিং কমিটি’র যে শেষ মিটিং হয়েছিল সেখানে দেখা যায়নি অভিনেতা তথা প্রযোজক দেবকে। সেখান থেকেই যত আলোচনার সূত্রপাত। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস তবে কি নায়কের সঙ্গে কোনও দূরত্ব তৈরি হয়েছে? বড়দিনে তিনটি ছবি মুক্তি পাওয়ার পরে সেই আলোচনা আরও জোড়াল হয়েছে। তার পরে নতুন বছরে স্ক্রিনিং কমিটির সদস্য-সহ টলিপাড়ার কলাকুশলীদের লালবাজারে যাওয়া। সমাজামাধ্যমে লাগাতার আক্রমণের বিরুদ্ধে সরব হওয়া—এই সবেতে দেবের অনুপস্থিতি আরও বেশি করে তুলেছে প্রশ্ন।
এ দিন নগরপালের সঙ্গে দেখা করার পরে সাংবাদিকদের মুখোমুখি হন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত, প্রযোজক শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, রানা সরকার, অভিনেতা যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। সেখানে দেবের প্রসঙ্গ উঠতে বিব্রত বোধ করেন সভাপতি স্বরূপ। তিনি বলেন, “বার বার সম্মানীয় শিল্পীর নাম সম্বোধন করে আপনারা কী বলতে চাইছেন বুঝতে পারছি না। আমাদের মধ্যে কোনও সমস্যা নেই। যিনি নেই কেন তাঁর নাম বার বার তোলা হচ্ছে?”
এ দিন মূলত সমাজমাধ্যমে সমালোচকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার অভিযোগ জানাতেই হাজির হয়েছিলেন তাঁরা। সম্প্রতি মেসির সঙ্গে ছবি তুলতে গিয়ে সমাজমাধ্যমে ‘হুমকি’র মুখে পড়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তীব্র প্রতিবাদ জানান রাজ চক্রবর্তী। এ ঘটনা একটা নয়, একাধিক। ক্রমশ টলিউড তারকাদের সমাজমাধ্যমে হেনস্থার শিকার হতে হয়। এমনকি ছবি বিকৃতি করে প্রচার চলছে। লাগাতার চলছে মিম। ব্যক্তিগত আক্রমণ, অপমান যা সহ্যের সীমা ছাড়াচ্ছে। এ বার আইনের সুরাহা নিতেই এই ন সিদ্ধান্ত স্বরূপ, পিয়াদের। উল্লেখ্য, এ প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি দেবও।
