শুটিংয়ে চোট পাননি কিং, তবু কেন তড়িঘড়ি বিদেশ উড়ে গেলেন শাহরুখ?
ইন্টারটেনমেন্ট ডেস্ক: শনিবার রাত থেকেই উত্তাল বলিউডপাড়া। খবর রটে—‘কিং’-এর শুটিংয়ে পিঠে চোট পেয়েছেন শাহরুখ খান, আমেরিকায় উড়ে যেতে হয়েছে তাঁকে চিকিৎসার জন্য। মুম্বইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিয়োয় চলছিল অ্যাকশন দৃশ্যের শ্যুটিং—সেখানেই নাকি ঘটেছে বিপত্তি। কেউ বলল, মাসখানেক শয্যাশায়ী থাকতে হবে তাঁকে। কেউ বলল, শ্যুটিং পুরোপুরি বন্ধ। উদ্বিগ্ন হয়ে পড়লেন অনুরাগীরা। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক্সে লিখলেন, ‘শাহরুখের চোটের কথা শুনে আমি চিন্তিত। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি।’
তবে রাত পোহাতেই পাল্টে গেল ছবি। অভিনেতার ঘনিষ্ঠরা স্পষ্ট করলেন—চোট-আঘাত নয়, বরং নিয়মিত চিকিৎসার জন্যই আমেরিকা গিয়েছেন বাদশা। শোনা গেল, পেশিতে হালকা টান লেগেছিল ঠিকই, তবে সেটা গুরুতর কিছু নয়। বরং পুরনো আঘাত আবার মাথাচাড়া দিয়েছে। ৩০ বছরের দীর্ঘ কেরিয়ারে শাহরুখ নিজেই করেছেন বেশির ভাগ স্টান্টের কাজ। সেই সূত্রেই জমেছে গায়ের ভেতরে ব্যথা, ক্লান্তি। মাঝে মাঝেই যখন সেই ব্যথা ফিরে আসে, তিনি যান যুক্তরাষ্ট্রে চিকিৎসকের পরামর্শ নিতে। এবারের যাত্রাও সেই ধারাবাহিকতায়।
‘কিং’-এর শুটিং আপাতত স্থগিত থাকলেও সেপ্টেম্বরেই আবার শুরু হবে কাজ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে প্রথমবার পর্দায় একসঙ্গে আসছেন শাহরুখ ও সুহানা। সঙ্গে থাকছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অনিল কপূর, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সির মতো তারকারা।
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—তথ্য বিভ্রাট কি নিছক কাকতালীও? নাকি ছবির প্রচারের ছলে গুঞ্জনকেই হাতিয়ার করলেন কেউ? উত্তর মেলেনি এখনো। কিন্তু বাদশাহকে নিয়ে যে আবেগ—সেটা যে অটুট, সেটা আবার একবার স্পষ্ট।