লারা কিংবদন্তি, তাঁর সম্মানেই রেকর্ড অক্ষত রেখেছেন প্রোটিয়া ক্যাপ্টেন মুল্ডার!

মাত্র ৩৩৪ বল খেলে ৩৬৭ রান। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার আউট হননি। সুযোগ ছিল ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ডটা ভেঙে দেওয়ার। আর মাত্র ৩৩ রান দুরে ছিলেন তিনি। এই ৩৩ রান নিতে কত বল লাগতো? বড় জোর ৩০ বল! কিন্তু তা করলেন না। তার আগেই ইনিংস ডিক্লেয়ার করে দেন তিনি জিম্বাবোয়ের বিরুদ্ধে।পরে বলেছেন, ‘প্রথমত, আমি ভেবেছিলাম আমাদের যথেষ্ট আছে এবং আমাদের বোলিং করা উচিত। দ্বিতীয়ত, ব্রায়ান লারা একজন কিংবদন্তি। এই মর্যাদার একজন ব্যক্তির জন্য এই রেকর্ডটি ধরে রাখা প্রাপ্য। যদি আমি আবার এটা করার সুযোগ পাই, আমি ঠিক একইভাবে এটা করব।’ তবে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসাবে প্রথম ইনিংসেই ত্রিশতরান করেছেন তিনি। এই কীর্তি বিশ্বের আর কোনও অধিনায়কের নেই। এরকমই একাধিক রেকর্ডের অধিকারী হয়েছেন উইয়ান মুলডার।দেখে নেওয়া যাক তারই একঝলক।
* অধিনায়কত্বের অভিষেকে ট্রিপল সেঞ্চুরি পাওয়া প্রথম ব্যাটসম্যান মুল্ডার। অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে আগের সর্বোচ্চ গ্রাহাম ডাউলিংয়ের। ১৯৬৮ সালে ভারতের বিপক্ষে ২৩৯ রান করেছিলেন নিউজিল্যান্ডের নতুন অধিনায়ক।
* টেস্টে অধিনায়ক হিসেবে তৃতীয় সর্বোচ্চ। মুল্ডারের চেয়ে বড় ইনিংস আছে শুধু ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ও শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনের।
* মুল্ডারের ইনিংসে চারের সংখ্যা৪৯। টেস্টে এক ইনিংসে এর চেয়ে বেশি চার মেরেছেন শুধু একজনই। ১৯৬৫ সালে হেডিংলিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৩১০ রান করার পথে ৫২টি চার মেরেছিলেন ইংল্যান্ডের জন এডরিচ।
* ব্র্যাডম্যানের মত একই দিনে না পারলেও, ট্রিপল সেঞ্চুরি ঠিকই করেছেন উইয়ান মুল্ডার। দ্বিতীয় দিন দ্রুত রান তুলে তিনি ট্রিপল সেঞ্চুরির মাইলফলকে পৌঁছন ২৯৭ বলে। টেস্টে এটা দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড। শীর্ষেই আছেন বীরেন্দ্র সেহওয়াগ। এর আগে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই চেন্নাই টেস্টে ২৭৮ বলে দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন সেহওয়াগ।
* আরও একটি ক্ষেত্রে এগিয়ে মুল্ডার। দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রান এখন তার। এর আগে প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩১১ রান করেছিলেন হাশিম আমলা। ২০১২ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে এই ইনিংস খেলেন তিনি।