মহরত সেরে বড় পর্দায় একসঙ্গে সব্যসাচী-পায়েল, ‘সাধক বামাক্ষ্যাপা’য় থাকছেন সাহেব ও!

0

এন্টারটেনেন্ট ডেস্ক: ছোট পর্দায় তাঁরা বহুদিনের চেনা মুখ। ‘রামপ্রসাদ’, ‘মহাপীঠ তারাপীঠ’— এইসব ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন সব্যসাচী চৌধুরী ও পায়েল দে। এবার তাঁদের সেই যাত্রা এক নতুন রূপ নিচ্ছে। সাধক বামাক্ষ্যাপার জীবন অবলম্বনে তৈরি হচ্ছে নতুন বায়োপিক, আর সেই ছবিতেই মুখ্য ভূমিকায় থাকছেন তাঁরা।

সম্প্রতি সাহেব চট্টোপাধ্যায় এবং পায়েল দে, তাদের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ছবির শুভ মহরতের কথা। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস -এর প্রযোজনায় এবং সায়ন্তন ঘোষাল-এর পরিচালনায় শুরু হয়েছে এই নতুন অধ্যায়। ছবির মূল চরিত্রে থাকছেন সব্যসাচী, সঙ্গে রয়েছেন পায়েল দে ও সাহেব চট্টোপাধ্যায়।এই ছবিতে সাহেব চট্টোপাধ্যায় শুধু অভিনয়ই করবেন না, গানও গাইবেন বলে জানিয়েছেন।

ঐন্দ্রিলা শর্মার অকালপ্রয়াণের পর সব্যসাচীর জীবন থমকে গিয়েছিল। সেই শোক, একাকিত্ব আর মনের লড়াই সামলে তিনি আবার অভিনয়ে ফিরেছেন— ছোট পর্দা থেকে ওয়েব সিরিজ, সব জায়গাতেই নিজেকে খুঁজে পেয়েছেন নতুন করে। এই বায়োপিক যেন তাঁর সেই ফিরে আসার গল্পেরই বড় অধ্যায়।

পায়েল দে-ও বরাবরের মতো ঐতিহাসিক ও পৌরাণিক চরিত্রে আসাধারণ অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। এই ছবিতে তাঁর উপস্থিতি সেই অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলেই ধারণা।এই বায়োপিকে উঠে আসবে ১৯ শতকের তারাপীঠের প্রেক্ষাপটে সাধক বামাক্ষ্যাপার জীবনযাত্রা, সাধনা ও আধ্যাত্মিকতা। সব্যসাচী নিজেই লিখেছেন ছবির চিত্রনাট্য ও সংলাপ। সিনেমাটোগ্রাফিতে রয়েছেন সৌমেন হালদার, সঙ্গীত পরিচালনা করছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। পরিচালক সায়ন্তন ঘোষাল-এর কাছে এটাই প্রথম বায়োপিক, ফলে ছবিটি নিয়ে তাঁর মধ্যেও রয়েছে আলাদা উত্তেজনা।

চলতি মাসের শেষেই শুরু হচ্ছে শুটিং। মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি, তবে এই ছবি যে ছোট পর্দা থেকে বড় পর্দায় এক পরিচিত নামের বড় জার্নি হয়ে থাকবে— তা বলাই বাহুল্য।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed