তিরন্দাজিতে পিছিয়ে থেকেও প্রথমবার দলগত বিশ্বজয়, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত কোচ

0

স্পোর্টস ডেস্ক: ওরা তিনমূর্তি। ভারতের ত্রয়ী। তারুণ্যের জয়গান দেখা গেল তিরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপে। ভারতের ত্রয়ী লক্ষ্যপূরণে ছিল স্থির। তাতেই তিরন্দাজিতে ভারতের পতাকা উড়ল সবার আগে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের কম্পাউন্ড ইভেন্টের দলগত বিভাগে এল সোনা। কোরিয়ার গোয়াংজুতে তিরন্দাজিতে ইতিহাস ভারতের। ফলাফল ২৩৫-২৩৩ (৫৭-৫৯, ৬০-৫৮, ৫৯-৫৯, ৫৯-৫৭) স্কোয়াডে ছিলেন ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে। এরমধ্যে আবার ঋষভ যাদব আরও একটা রুপো জেতেন এই প্রতিযোগিতায়। জ্যোতি সুরেখাকে নিয়ে মিক্স ইভেন্টে রুপো জিতেছেন।

সোনা হাতছাড়া হয়েছে মাত্র ২ পয়েন্টের জন্য।বিশ্ব চ্যাম্পিয়নশিপে মিক্সড টিম বিভাগে এই নিয়ে দ্বিতীয়বার পদক জিতল ভারত। এর আগে ২০২১ সালে ভারতের হয়ে রুপো পেয়েছিল জ্যোতি ও অভিষেক বর্মার জুটি। এরপর ব্যক্তিগত ইভেন্টেও লড়াই করবেন ভারতীয় এই তিরন্দাজ। পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে ঋষভ যাদব ৭০৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে। আমন সাইনি ৭০৭ পয়েন্ট নিয়ে রয়েছেন ১৫ নম্বরে। প্রথমেশ ফুগে ৭০৬ পয়েন্ট নিয়ে রয়েছেন ১৯-এ। তিন তিরন্দাজের সোনা জয়ের সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভারতের প্রধান কম্পাউন্ড কোচ জীবনজ্যোত সিং। তিনি বলেন, ‘এটা শুধু ফুগের কৃতিত্ব নয়। তিনজনই মানসিক দৃঢ়তা দেখিয়েছে এবং একে অপরকে দারুণভাবে সাপোর্ট করেছে চাপের মধ্যে থেকেও’। তিনিই ঋষভ যাদবকে প্রথমে, আমান সাইনিকে দ্বিতীয়তে ও প্রথমেশ ফুগেকে শেষ তীরের দায়িত্ব দিয়েছিলেন। খেলার স্কোরবোর্ড অনুযায়ী, প্রথম সেটে ৫৭-৫৯ পয়েন্টে পিছিয়ে পড়েছিলেন ভারতীয়রা।

দ্বিতীয় সেটে সমতা ফেরায় ভারত। ছ’টি ‘পারফেক্ট টেন’ মারেন ঋষভ, আমান, প্রথমেশরা। দ্বিতীয় সেটের পর দু’দলেরই পয়েন্ট ছিল ১১৭। জম্পেশ লড়াই হয় তৃতীয় সেটেও। ১৭৬-১৭৬ পয়েন্টে শেষ হয় তৃতীয় সেট। নির্ণায়ক তৃতীয় সেটে চাপে পড়ে যান ফ্রান্সের তিরন্দাজরা। তাঁদের দু’টি তির থেকে ৯ পয়েন্ট করে। ভারতের হয়ে শেষ তির ছোড়েন প্রথমেশ। শেষ প্রচেষ্টায় ঠান্ডা মাথায় ১০ পয়েন্ট তুলে নেন প্রথমেশ। চতুর্থ রাউন্ডের পর ২ পয়েন্টের ব্যবধানে ফাইনাল জিতে নেয় ভারত। এই প্রথম পুরুষদের দলগত কমপাউন্ড তিরন্দাজিতে বিশ্ব চ্যাম্পিয়ন হল ভারত। তবে এরমধ্যে খারাপ খবরও আছে, মহিলারা দল গত ভাবে পদক জিততে ব্যর্থ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *