৩ মহিলার সঙ্গে সম্পর্ক! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ যশ দয়ালের বিরুদ্ধে

কিছু কাঁচা টাকা, প্রচারের আলো, তাতেই মাথা ঘুরে গেল যশ দয়ালের! রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে বিরাট কোহলির সতীর্থ তথা ভারতীয় ক্রিকেটার যশ দয়ালের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাকি এক মহিলার সঙ্গে দীর্ঘদিন সহবাস করেছেন। শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন এক তরুণী। শুধু কী তাই! সেই তরুণীই দাবি করেছেন, আরও তিন মহিলার সঙ্গে সম্পর্ক ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটারের। আর এসব কথাই নাকি পরিবারও জানে। বিস্ফোরক এই অভিযোগের পরই ক্রিকেটমহলে শোরগোল।
ক্রিকেটবিষয়ক এক বিখ্যাত ওয়েবসাইটের প্রতিবেদনে উঠে এসেছে এই যশ দয়ালের অভব্যতার কথা। গাজিয়াবাদের ওই তরুণী অনলাইনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে অভিযোগ করেছেন। এরপরই শুরু হয়েছে তদন্ত।মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে ইতিমধ্যেই গাজিয়াবাদের সার্কেল অফিসারের কাছে পুরো ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে। মহিলার দাবি যশ দয়ালের সঙ্গে দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন তিনি। এই পাঁচ বছরে তাঁকে শারীরিক এবং মানসিকভাবে হেনস্তা করেছেন ক্রিকেটার। জানা গেছে, ২০২০ সালে যশ দয়ালের সঙ্গে সমাজ মাধ্যমে আলাপ হয় তরুণীর। এরপর তিনি অনেকবার থেকেওছেন যশ দয়ালের বাড়িতে, তেমনই দাবি তাঁর।আর সবটাই করা হয়েছে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে। ২০২২ সালের আইপিএল ফাইনালও তিনি দেখতে গিয়েছিলেন। সে’বার দয়ালের প্রাক্তন দল গুজরাট টাইটান্স চ্যাম্পিয়ন হয়েছিল। নিজের দাবির সমর্থনে বিভিন্ন ছবিও পুলিশের কাছে জমা দিয়েছেন তিনি। তরুণীর অভিযোগ, তিনি ছাড়া আরও তিন মহিলার সঙ্গে সম্পর্ক ছিল দয়ালের। তাঁদেরও একইভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন দয়াল। তিনি অভিযোগ করায় অন্য তিন জন তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন বলে দাবি করেছেন তরুণী। ওই মহিলার দাবি, আরসিবি তারকার সম্পর্কে তাঁর কোনও অভিযোগ যে মিথ্যে নয়, সেটার প্রমাণও রয়েছে। তার স্বপক্ষে মোবাইলের নানা তথ্য জমাও দিয়েছেন তিনি। যদিও এই নিয়ে যশ দয়াল বা তাঁর পরিবারের পক্ষে কোনও মন্তব্য পাওয়া যায়নি। ২০২৩ আইপিএলে রিঙ্কু সিংয়ের কাছে পাঁচ বলে পাঁচ ছক্কা খেয়ে কুখ্যাত হয়ে উঠেছিলেন যশ দয়াল। এরপর অবশ্য ভাগ্যের চাকা ঘোরে। এবার মাঠ নয়, মাঠের বাইরে ব্যক্তিগত জীবনে ফের নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি।
