২৪-এর আগেই সপ্তম সেঞ্চুরিতে কিংবদন্তির পাশে যশস্বী, প্রথম দিনই কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ

0

স্পোর্টস ডেস্ক: যশস্বীর ব্যাটিংয়ের যশ। তাতেই দিল্লিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনই ক্যারিবিয়ানদের কোণঠাসা করে দিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিন দ্বিশতরান করতে পারেন কিনা যশস্বী তাই দেখার। ভারত প্রথম দিন প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে থেমেছে ২ উইকেট হারিয়ে ৩১৮ রানে। এরমধ্যে যশস্বীর একারই ১৭৩ রান। দিনের শেষে তাঁর সঙ্গেই ২০ রানে অপরাজিত রয়েছেন অধিনায়ক শুভমন গিল।


শুক্রবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে যশস্বী জয়সওয়াল অসামান্য ব্যাটিংয়ের পর একাধিক কিংবদন্তির পাশে নিজের নাম লিখিয়েছেন।২৫৩ বল খেলে ১৭৩ রান করে অপরাজিত যশস্বী। তিনি এদিন ৯০ ওভার ক্রিজে থাকলেন। স্বভাববিরুদ্ধভাবে ইনিংসের শুরুতে মন্থর ব্যাটিং করেন এই তরুণ। দিনের শেষে তাঁর স্কোরের পাশে রয়েছে ২২ বাউন্ডারি। মাত্র ১৪৫ বলে পূর্ণ করেন তাঁর কেরিয়ারের সপ্তম শতরান। এই শতরানে জয়সওয়াল ঢুকে পড়লেন এক বিশেষ ক্লাবে। ২৪ বছর বয়সের আগেই এত সেঞ্চুরি করার নজির রয়েছে কেবল কয়েকজন কিংবদন্তির। তালিকায় রয়েছেন ডন ব্র্যাডম্যান – ১২, শচীন তেন্ডুলকর – ১১ এবং গারফিল্ড সোবার্স – ৯। ২৩ বছর বয়সে সর্বাধিক টেস্ট শতরানের তালিকায় অবশ্য এই মুহূর্তে চতুর্থস্থানে যশস্বী জয়সওয়াল ৷ সাতটি শতরান নিয়ে এই তালিকায় রয়েছেন জাভেদ মিয়াদাঁদ, গ্রেম স্মিথ, অ্যালেস্টার কুক এবং কেন উইলিয়ামসনের মতো তারকারা। অভিষেকের পর থেকেই নিজের জাত চিনিয়ে যাচ্ছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। ধারাবাহিকভাবে রান করে এরই মধ্যে ভারতের টেস্ট দলের ভরসায় পরিণত হয়েছেন। সাতটি আলাদা ভেন্যুতে সাত সেঞ্চুরির দেখা পেলেন জয়সওয়াল। যশস্বীর এটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় শতরান। ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডমিনিকায় টেস্ট অভিষেক হয় তাঁর। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে টানা ৮ ঘণ্টা ক্রিজে থেকে ১৭১ রানের ইনিংস খেলেন। এবারও দিলেন ধৈর্য্যের পরীক্ষা।

এদিন যশস্বীর সঙ্গে ব্যাটিং ওপেন করতে নামেন কে এল রাহুল। তিনি ৫৪ বল খেলে ৩৮ রান করে আউট হয়ে যান। ওপেনিং জুটিতে যোগ হয় ৫৮ রান। এরপর যশস্বীর সঙ্গে জুটি বাঁধেন সাই সুদর্শন। এই জুটি দলের স্কোর ২৫১-তে পৌঁছে দেয়। টেস্ট ক্রিকেটে প্রথম শতরান করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন সাই সুদর্শন। কিন্তু ১৬৫ বল খেলে ৮৭ রান করে আউট হয়ে যান সাই সুদর্শন। তাঁর ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি। দিনের শেষে যশস্বীর সঙ্গে অপরাজিত অধিনায়ক শুভমন গিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *