বাস্তবের স্বামী-স্ত্রী পর্দার ‘মহিষাসুর-দুর্গা’! ইধিকার সঙ্গে মহালয়ার চমক থাকছে আর কী কী?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: পুজোর মাসে টিভির পর্দার মহালয়াকে ঘিরে মুখিয়ে থাকেন দর্শকরা। পরিচিত কোন তারকা ধরা দেবেন কোন চরিত্রে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। এ বার তারই অবসান। সম্প্রতি ‘জি বাংলা’ প্রকাশ্যে আনল তাদের ‘মহালয়া’র ঝলক। আগামী ২১ সেপ্টেম্বর ভোর পাঁচটা থেকে সম্প্রচারিত হবে ‘জাগো মা, জাগো দুর্গা’।

প্রকাশ্যে ‘জি বাংলা’র মহালয়ার ঝলক।
বাস্তবে স্বামী-স্ত্রী। পর্দায় রণক্ষেত্রে মুখোমুখি। মহিষাসুর ও দুর্গার অবতারে ধরা দিলেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস।

এই বছর জগদ্ধাত্রী রূপে ধরা দেবেন পর্দার ‘আনন্দী’ অর্থাৎ অন্বেষা হাজরা।
দেবী কৌশিকীর ভূমিকায় কেমন লাগছে আরাত্রিকা মাইতিকে?
পর্দার ‘ফুলকি’, এ বার ত্রিপুরা সুন্দরী। অভিনয় করেছেন দিব্যাণী মন্ডল।
প্রথম বার মহালয়ায় মহিষাসুরমর্দিনী এবং পার্বতী রূপে ধরা দেবেন ইধিকা পাল।
ভদ্রকালী রূপে ‘পরিণীতা’ ধারাবাহিকের নায়িকা ঈশানি চট্টোপাধ্যায়কে চিনতে পারছেন? কালী বেশে কেমন লাগছে মোহনা মাইতিকে?
মহালয়ার ভোরে রণজয় বিষ্ণুকে দেখা যাবে শিবরূপে।
দেবী গন্ধেশ্বরী হিসেবে ধরা দিতে চলেছেন ‘কুসুম’ অর্থাৎ তনিষ্কা তিওয়ারি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *