ফিরে দেখা ২০২৫ বছর শেষে কে এগিয়ে? মেসি না রোনাল্ডো! বর্ষসেরা একাদশেই বা কারা?

0

বছরভর ফুটবলে বুঁদ ছিলেন ফুটবল প্রেমীরা। অসাধারণ সব গোল, অসাধারণ সব সেভ। ২০২৫ সালের সেরা একাদশ কেমন হতে পারে, তাই জানিয়ে দিল আইএফএফএইচএস (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস)। অবাক করা বিষয়, তাতে আর্জেন্টিনা বা ব্রাজিল দলের একজন ফুটবলারও নেই! তাতেই বিস্মিত হয়েছেন ফুটবলপ্রেমীরা। তবে ফিফার বর্ষসেরা ‘বেস্ট অ্যাওয়ার্ডস’ নাইটে ২০২৫ সালে ছেলেদের ফুটবলের সেরা একাদশেও জায়গা হয়নি আর্জেন্টাইন কোনো ফুটবলারের। এমনকি এ বছর ব্যালন ডি’অরেও ব্যক্তিগত কোনো পুরস্কার জেতেননি আর্জেন্টিনার কেউ।একাদশে জায়গা পেয়েছে ইতালি, মরক্কো, ইকুয়েডর, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও নরওয়ের ফুটবলার। অন্যদিকে ফ্রান্স, স্পেন ও পর্তুগালের দু’জন করে ফুটবলার জায়গা পেয়েছেন একাদশে।

তাহলে কারা জায়গা পেলেন এ বার? ২০২৫ সালের বর্ষসেরা একাদশে পিএসজির থেকে রয়েছেন ৬ ফুটবলার। এরমধ্যে জিয়ানলুইজি দোন্নারুম্মা অবশ্য পরে ম্যাঞ্চেস্টারে যোগ দেন।পিএসজির বাকি ৫ খেলোয়াড়ের মধ্যে তিনজনই ডিফেন্সের। তাঁরা হলেন আশরাফ হাকিমি, উইলিয়াম পাচো ও নুনো মেন্ডেজ।মাঝমাঠে বার্সেলোনার ২ তারকা লামিনে ইয়ামাল ও প্রেদির সঙ্গে আছেন পিএসজির ভিতিনিয়া।আর অ্যাটাকিংয়ে ৪ ফুটবলার হলেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে, ম্যাঞ্চেস্টার সিটির আর্লিং হালান্ড, বায়ার্ন মিউনিখের হ্যারি কেন ও পিএসজির উসমান ডেম্বেলে।

২০২৫ সালের শেষে  গোলের দিক দিয়ে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়িয়ে সবার উপরে উঠে এসেছেন ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপে। ২০২৫ সালে মোট ৫৮ ম্যাচ খেলেছেন তিনি। এমবাপে এ বছর ১১টি ম্যাচে জোড়া গোল করেছেন, হ্যাটট্রিক আছে ৪টি। রিয়ালের হয়ে এই বছর এমবাপে করেছেন ৫৯ গোল। ফ্রান্স জাতীয় দলের হয়ে এমবাপে করেছেন ৭ গোল। আর সব মিলিয়ে বছরজুড়ে এমবাপে করেছেন ৬৭ ম্যাচে ৬৬ গোল।

৩৮ বছর বয়সেও আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ইন্টার মায়ামিকে এনে দিয়েছেন স্বপ্নের সাফল্য। কনফারেন্স খেতাব ও এমএলএস কাপ জিতে বছর শেষ করেছেন। এ’বছরে মেসি ইন্টার মায়ামির হয়ে ৪৩টি ও আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে ৩টি গোল করেছেন। শুধুমাত্র গোলই নয়, সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও তিনি ছিলেন অপ্রতিরোধ্য। ইন্টার মায়ামির হয়ে খেলা ৫৪ ম্যাচে তিনি ২৮টি অ্যাসিস্ট করেছেন, যার অর্থ ৭১টি গোলের পেছনে সরাসরি অবদান ছিল এলএম টেনের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *